নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতঙ্কের মধ্যে দিন যাপন করছি। ছায়ার মত কে বা কারা যেন অনুসরণ করছে। জানি না, কে? কারা? কেন?
আমার মত একজন সাধারণ মানুষকে অনুসরণের কী আছে ? জানি না। কেবল জানি একটা উদ্বেগ চেপে ধরেছে। সন্তানের মুখ তাড়িত করছে কেবল। কেবলই প্রিয় জনের মুখ।
নিজের অপরাধ (!) খুঁজে দেখার চেষ্টা করছি। কিন্তু এমন কোনো অন্যায়ের কথা মনে পড়ছে না। তেত্রিশ বছরের জীবনে কোনো অপরাধের কথা মনে করতে পারছি না।
বিশ্বাসী মানুষ হিসাবে এটা তো জানি- হায়াত মওতের মালিক একজনই, আল্লাহ। তবুও...।
সবাই দোয়া করবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
Crazy তৌফিক বলেছেন: দোয়া রইলো ভাই