নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৮ সালের অক্টোবর মাসে এক বিকাল। ফকিরাপুল এসে বাস থেকে নামলাম। রিকশা চড়ে সোজা চলে গেলাম হোটেল ইসলামে। আপাতত এক রাত এখানে কাটানোর চিন্তা। সকালে ঘুম থেকে উঠে বন্ধু সামাদকে ফোন ধিলাম। টিএন্ডটি ফোনে। ও বললো, চলে আয় আমার মেসে। পরে ও এসে নিয়ে গেলেঅ। যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড়ের উল্টো দিকের একটা নয়া বাড়িতে আমার থাকার ব্যবস্থা হলো। মেসের খাবার আর বন্ধুর সাথে ১৫ দিন থাকার পর নিজের সিট হলো। পুরো বাড়িই মেস। মালিক খুব মজা পান। আমরা মেসে খুব আড্ডা দিতাম। অনেক বন্ধু হয়ে গেলো। তাদের নিয়ে পরের কিস্তি।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
মোরতাজা বলেছেন: এখন পরিবার পরিজন নিয়ে মোহাম্মদপুরে।
২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
পথহারা সৈকত বলেছেন: এইটা কি একটা ছাইয়া নিক ?
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
মোরতাজা বলেছেন: ছাইয়া নিক বুঝলাম না!
বাস্তব ঘটনা। ঢাকায় আসার পরের কিছু ঘটনা লিখবো ধারাবাহিক। সেটা শুরু
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
সাদা রং- বলেছেন: এখন কোথায় আছেন?