নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিস্তি-২৮
যারা ছাত্র রাজনীতি করেন তাদের প্রভাব-বলয় যে কতটা ভয়ঙ্কর সেটি বিশ্ববিদ্যালয় রিপোর্টাররা আঁচ করতে পারেন না। আসলেই পারেন না। কারণ এ সব প্রভাবশালী নেতারা বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের সমীহ করে চলেন, তাই আমাদের কাছে একটা মানবিক চরিত্র ফুটে ওঠে।
কিন্তু নারীর কাছে, নারী জানে এরা কেমন। ছাত্র নেত্রীরা ভালো করেই জানেন কার চরিত্র কেমন। এ ক্ষেত্রে কোনো দল নেই। মত নেই। আদর্শ নেই। রমণী মোহন না রমনী পীড়নে এরা যে সিদ্ধ হস্ত সে কথা বলতে চাই। আমি এ দিকটা ভালো করে দেখার ও জানার সুযোগ পেয়েছি, কারণ ছিল আমি দেশের একমাত্র ট্যাবলয়েড পত্রিকার সাংবাদিক ছিলাম। তাই অনেক খবর না চাইলেও আমার কাছে আসতো।
ছাত্রলীগের শীর্ষ কেন্দ্রীয় জনপ্রিয় নেতা, মেধাবী হিসাবে যার সুনাম ছিল। ২০০২ সালের দিকে তার কাছে গেছেন শামনসুন্নাহার হলের এক নেত্রী। নেত্রীরা বাইরে যাবার সময় অবৈধভাবে হলে তোলা ছাত্রীদের সাথৈ নিয়ে যান। এমনই একজন ছাত্রীকে নিয়ে গেছেন ওই নেতার বাসায়। নেতার তো সেই ছাত্রীকে দেখে পছন্দ। নেত্রীকে ডেকে বললেন, ওকে তার লাগবে। নেত্রী কয়েকবার না করলেন।
বললেন, ভাই ও এমন না। আমি তো আপনার কাছে পাঠাই। একটা পাঠিয়ে দেবো। নেত্রীর দয়া হয়েছিল ওই কচি মুখের প্রতি। কিন্তু নেতার তো কচি মুখ চাই। শেষ পর্যন্ত নেত্রী হেরে গেলেন। নেতা তার পুরুষত্ব(!) দেখালেন বিশ্বদ্যিালয় আঙ্গিনায় আসা নতুন ছাত্রীকে। ওই ছাত্রী এ ঘটনা লজ্জায় কাউকে ভলতে পারেননি। কিন্তু নেত্রী তার ঘনিষ্ঠজনদের কাছে এটি শেয়ার করেছেন। বলেছেন, আমি শুই। আমার পদ দরকার। কিন্তু নিরীহ একটা মেয়েকে ভাই এভাবে। না আর বলতে চাই না।
ছাত্র নেত্রীরা নেতাদের কাছে ছাত্রীদের পাঠানোকে অনেকটা মেনেই নিয়েছেন। এটা যে কেবল ছাত্রলীগের ঘটনা তা নয়। ছাত্রদলেও একই অবস্থা। ছাত্রদলের সে সময়কার বিশ্ববিদ্যালয় শাখার এক শীর্ষ নেতা তার অনুজ নেতার গার্লফ্রেন্ডকে নিয়ে যে কীৃর্তি করলেন, তা অনেকেরই মনে আছে। অনুজ নেতাও কম যেতেন না,গার্লফ্রেন্ডকে দেখিয়ে সচিবালয়ে ভালো তদবির করেছেন। গার্ল ফ্রেন্ড বিনিময়ে পেয়েছে টাকা আর ছোট বোনোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ।
ছাত্রদলের এক কিনম্যান নেতার দোষ বলতে এ টুকু- তার ঢাকার বাইরে যাবার সময় তার একজন কচি মেয়ে মানুষ লাগভে। সেটি যে ভাবেই হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, বা ইডেনের। ইডেন কলেজের সে সময়কার সবচেয়ে সুন্দরী নেত্রীকে নিয়ে তিনি অনেক কিছুই করেছেন। এটা প্রায় ওপেন সিক্রেট।
দলে নিজের অবস্থান করতে হলে নেতাদের খাদ্য হতে হয়। এটা ছাত্রদল, ছাত্রলীগ বা বাম দল সব দলেই আছে। শামসুন্নাহার হলের এক ছাত্রলীগ নেত্রী কেবল পদ পাবার জন্য তিনজনের সাথে শোয়ার অভিজ্ঞতা নিয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হয়ে আছেন ভালোই।
এ রকম কত শত গল্প আছে। সে সব গল্পের কোনো শেষ নেই। ছাত্রীদের কান্নার গল্পের শেষ নেই। আবার অনেকে এটাকে নিয়তি বলে মনে নিয়েছেন। অনেকে এ সব করতে করতে পেশা হিসাবে নিয়েছেন। কেউ করেছেন আবার আনন্দ উপভোগ করার সুযোগ হিসাবে নিয়েছেন। কেবল ছাত্র নেতারা নন। ক্যাডাররাও কম যান না। আমার হলের এক সহপাঠি, ছাত্রলীগের ক্যাডার ছিল। ঢাকা বিশ্বববিদ্যালয় ও ইডেন মিলে ৭৪ জনের সাথে সেক্স করার অভিজ্ঞতা তার। ও নিজেই বলেছিল, টিউশনি দিয়ে, হলে তুলে নানাভাবে এ সুযোগ সে নিয়েছে। তবে চুয়াত্তর না হলে ২৪ হবে, এটা আমি নিশ্চিত। তবে দুর্ভাগ্য হলো ওর বউটা খুবই ভালো।
এ ছাত্র নেতা ক্যাডাররা ছাড়াও অন্যরাও ছাত্রীদের উপভোগে ব্যস্ত ছিলেন। তাদের গল্প শোনাবো সামনের কোনো পর্বে। একই সাথে শিক্ষক মহোদয়দের আলুর দোষ নিয়ে এক কিস্তি লিখবার ই”ে
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮
মোরতাজা বলেছেন: হুমমম!সমবেদনা জানানো ছাড়া আমাদের কোনো উপায় নেই।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
আতিকুল০৭৮৪ বলেছেন: আপনি কিস্তিগুলার লিঙ্ক দেন না কেন?আগের কিস্তি গুলা পাবো কিভাবে? লেখা ভাল হয়েছে
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
মোরতাজা বলেছেন: মোরতাজার ব্লগে যান, পেয়ে যাবেন।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
চিররঞ্জন সরকার বলেছেন: ভাই, আপনি অনেক ক্ষমতাবান। মহাপ্রতাপশালি ব্যক্তিরা আপনাকে এসে বলে, সে কার সঙ্গে কত জনের সঙ্গে সেক্স করে এবং করবে!
গালগল্প ভালই মারতে পারেন। চেষ্টা চালিয়ে যান, মিলনের মত সাহিত্যিক হতে পারবেন! দোয়া রইল।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
মোরতাজা বলেছেন: আমি কথা সাহিত্যিক হতে চাই না। যা লিখেছি, আমার জানার সুযোগ থেকে। বিশ্বাস করা না করা, দুটোরই সুযোগ আপনার মত সবার জন্যই উন্মুক্ত।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
নানাভাই বলেছেন: এরাই হয় দেশ ও দশের নেতা! এরাই মোরাল এর কথা বলে। এরাই ইলেকশনের সময় পোস্টারে লিখে "অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র।"
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০
মোরতাজা বলেছেন: বড়ই আফসোসস ও করুণা তাদের জন্য!
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
শিপন মোল্লা বলেছেন: কিছু বলার নেই শুধু দীর্ঘশ্বাস
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০
মোরতাজা বলেছেন: সহমত!
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
সাখাওয়াত০২ বলেছেন: আপনি দেখি মধ্যযুগীয় কথা বলছেন। এইটা নারী স্বাধীনতার শুরু। বড় কষ্ট লগছে , এই মেয়ারা কেঊ আমাদের বোন কেঊ আপন জন কিন্তূ এর সমাধান কই?
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
মোরতাজা বলেছেন: সমাধান , আমাদের সমাজ বদলের চেষ্টাতে।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
লেজ কাটা শেয়াল বলেছেন: Ahare!
Sibirer name paile koien...
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
মোরতাজা বলেছেন: ঢাবিতে ওরা নিষিদ্ধ!
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
বোকাসোকাবেস্ট বলেছেন: চিররঞ্জন সরকার বলেছেন: ভাই, আপনি অনেক ক্ষমতাবান। মহাপ্রতাপশালি ব্যক্তিরা আপনাকে এসে বলে, সে কার সঙ্গে কত জনের সঙ্গে সেক্স করে এবং করবে!
গালগল্প ভালই মারতে পারেন। চেষ্টা চালিয়ে যান, মিলনের মত সাহিত্যিক হতে পারবেন! দোয়া রইল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
মোরতাজা বলেছেন: কপি পেস্ট না কইরা মৌলিক খিছু কন।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
কচি মালের লোভ!
গালগল্প বানিয়ে বলতে লজ্জা হয়না।
একজন তো কান ধরে মাফ চাইলো, আপনার ব্লগে বাকি লেখাও তো সব চটি
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
মোরতাজা বলেছেন: আমি ভাই সাধারণ মানুষ!
আমারে এত উপরে উঠাইয়েন না। যা সত্য জানি, তাই লিখেছি।
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
বাকরুদ্ধ আমি বলেছেন: নানাভাই বলেছেন: এরাই হয় দেশ ও দশের নেতা!
এরাই মোরাল এর কথা বলে। এরাই ইলেকশনের সময়
পোস্টারে লিখে "অমুক ভাইয়ের চরিত্র, ফুলের
মতো পবিত্র।"
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মোরতাজা বলেছেন:
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬
ফরিদ মিঞা বলেছেন: এই সব নেতাই (?) আমাদের ভবিষ্যত কান্ডারী! আল্লাহ, আমরা কোথায় যাব???
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
মোরতাজা বলেছেন: কোথাও যাওয়ার রাস্তা বন্ধ, জনাব!
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
লিন্কিন পার্ক বলেছেন:
হম ! যেসব মেয়েদের ইচ্ছা বিরুদ্ধে করা হয় তাদের কথা চিন্তা করে খারাপ লাগতেছে ...