নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের অনুভূতি, ক্ষণিকের কান্না

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

স্বজন, সহযোগি, মানুষের লাশ... কেবল লাশের সারি লম্বা হচ্ছে। সাভারে রানা প্লাজায় যে ঘটনা ঘটলো, সেটি আজই এবং একামাত্র ঘটনা নয়। এর আগেও সাভারে গার্মেন্ট শ্রমিকদের হত্যা করা হযেছে, এভাবে ভবন ধ্বসে, আগুনে পুড়িয়ে।

ওদের রক্ত , ঘাম পুড়িয়ে ডলার কামই করার ফন্দি করি আমরা। কিন্তু জীবন গুলো যে অকাতরে চলে যাচ্ছে, তার কোনো বিচার হয় না। হবেও না। এটা হলফ করে বলতে পারি, এ সব মানুষের জন্য আমাদের সবারই ক্ষণিকের অনুভূতি, ক্ষণিকের কান্না। তারপর সবাই নিজের মত ধান্ধা ফিকিরে ব্যস্ত।



অসহায় আমি তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন মানুষগুলোর সহায় হন, মরহুমদের জন্য নাজাত ও তাদের পরিবারকে ধৈর্য্য ধারণ করে সামনে এগুনোর তৌফিক দিন, আহতদের সুস্থ করে দিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.