নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার মত গুণ্ডা বদমায়েশদের দায়িত্ব কেন নিজ থেকে আওয়ামী লীগ নিচ্ছে। এর শানে নজুল কি। আমি জানি না। শনিবার দিনভর ছিলাম সাভারে। স্বজনের জন্য আহাজারিতে ভারি হয়ে ওঠা সাভারের মাটি, জল ও বাতাস। সেখানে একবার দাঁড়ালে, কোনো মানুষই রানার কিংবা তার আশ্রয়দাতা মুরাদ জংয়ের মত সন্ত্রাসী বা তার মদদ দাতা প্রশাসনকে কোনোভাবেই মেনে নিতে পারে না। পারার কথা নয়, যাদের ভেতর একটু বিবেক আছে।
রানা গ্রেপ্তার হলেও তার আশ্রয়দাতা মুরাদ জং অদ্ভূত কোনো কারণে গ্রেপ্তার হচ্ছে না। হবে বলেও মনে হয় না। প্রাণের এই অনাচার, ডেকে নিয়ে এতগুলো মানুষ খুনে দায় নিবে না সরকার। বরং নতুন নতুন কেচ্ছা বানাবে।সেই কেচ্ছা শুনে শুনে একদিন সবই শেষ হয়ে যাবে। যে রকম আজ সকাল ১১ টায় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি হাসান সোহরাওয়ার্দী বলেছেন, তারা ভারি সরঞ্জান প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এভাবে ইট সুরকি আর লোহার রডের চাপে, ভারে পঁচে যাওয়া মানুষগুলো মিশে যাবে। যারা জীবিত আছেন, তারা টিকে থাকার সংগ্রাম করছেন, তাদেরা আমরা হারাবো।
কী নির্মম? একবার ভাবতেই গা কাঁটা দিয়ে উঠছে। এমন এক দেশে আমাদের জন্ম এখানে মানুষের কোনো দাম নেই। জীবনের কোনো মূল্য নেই। এখানে কথায় কথায় পুলিশ গুলি করে। সন্ত্রীরা সর্বস্ব লুটে নেয়। ডেকে নিয়ে গার্মেন্ট মালিকরা খুন করে। এ সবের কোনো বিচার হয় না। কারণ নষ্ট রাজনীতি।
এ রাজনীতি আমাদের জীবনকে করেছে মূল্যহীন, নিরাপত্তাকে তুচ্ছ করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে। কিন্তু আল্লাহ, যিনি ওই আসমানে , তিনি নিশ্চয় কিছু একটা করবেন ! সে আশায় আমরা বুক বাঁধি। আমরা জানি রানার আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাবেন, তাদের ধরা যাবে না, ধরা গেলেও তারে রক্ষা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা তাদের নির্দেশে কেউ। দেশপ্রেমিক সার্টিফিকেটও জুটতে পারে এই পশুর। কারণ পশুরা পশুদের রক্ষা করবেই। মানুষের জন্য এদের কোনো সহমর্মিতা নেই, থাকতে পারে না।
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
মোরতাজা বলেছেন: Sohomot!
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
জাহাজ ব্যাপারী বলেছেন: রাজনীতি করলেই তো বন্দুকের লাইসেন্স, গানম্যান এইগুলো পাওয়া যায়, আবার আজীবন নিরাপত্তা আইনও পাশ করা যায়।