নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে আমরা মানুষ হিসাবে দেখতে শিখিনি, কাউকে দেখছি হুজুর, কাউকে গার্মেন্ট কর্মী, কাউকে কাজের বুয়া, রিকশাঅলা নানা নামে নানা মনে আমরা তাদের দেখি। কেউ যখন জমায়তে হয় তখন আমাদের মনে পড়ে থাকে সেখানে, কেউ সমাবেশ ডাকলে আমরা বান্দর দেখি, কেউ হাঙ্গামা করলে আমরা তাণ্ডব বলি, আবার অন্য কেউ করলে বলি জনতার প্রতিরোধ। আজকে যে নগরজুড়ে বধ্যভূমি, তার জন্য আমি, আমরা, গণমাধ্যম কোনো অংশে কম দায়ি নই। আমরা রাজনীতিকদের মাথায় তুলি, তাদের চামচামি করি, দালালি করি। শত সহস্র মানুষ মরে গেলেও আমাদের অর্থমন্ত্রী বলতে পারেন- ঘটনা তত ভয়াবহ নয়।
২| ০৭ ই মে, ২০১৩ সকাল ১১:০৭
মদন বলেছেন: +
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৪৮
মোমের মানুষ বলেছেন: পা চাটা মিডিয়া গুলোই কোন ভাবেই এর দায় এড়াতে পারে না