নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ সব মানুষের কি হবে? তাদের পরিবার, পরিজনরা চলবেন কীভাবে!
ভবন ধস সাভারের মারা যাওয়া গার্মেন্ট কর্মির সংখ্যা ৯২১ জন। কিছুক্ষণ আগের হিসাব এটি। এ গণহত্যার পাশাপাশি যারা পঙ্গুত্ব বরণ করবেন বলে ধরে নিচ্ছেন চিকিৎসকরা- এ সংখ্যা সাড়ে চারশ' হবে। বর্তমানে তারা এনাম মেডিকেল সাভারের সিআরপি এবং রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সব মানুষের কি হবে? তাদের পরিবার, পরিজনরা চলবেন কীভাবে!
এ বিষয়ে সরকারের একটা পরিকল্পনা দরকার। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমাদের মত মানুষদেরও সচেতন হওয়া জরুরী। এ জন্য ঐক্যবদ্ধ হরেত হবে সব পক্ষকে।
©somewhere in net ltd.