নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

মায়ের কোনো ভেদ নেই। প্রকরণ নেই।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:৩০





নগরের অতি বাস্তবতায় ক্ষিপ্রগতিতে ছুটে চলার ফুটপাথের ধারে যে রকম আছেন মা। ঠিক তেমিন আছেন ইট পাথরে দালানে। কুঁড়ে ঘরে থাকেন মা। আবার থাকেন পথের ধারে।

তবুও তিনি মা। আমার মা। সন্তানকে আগলে রাখেন সব কিছু থেকে। দুটো বাহু তার সব সময় অকান্ত। পথের ধারে মায়েরা সন্তানদের আগলে রাখেন যে রকম মমতায়, অন্য খানেও সে রকম। শীতের রাতে নিজে কষ্ট করেন। সন্তানের জন্য তবুও ওম চাই তার। বর্ষার বৃষ্টিতে নিজে ভিজেন। সন্তানকে রাখেন সুরক্ষিত।

শুধু সন্তান জন্ম দিয়েই দায়িত্ব শেষ করেন না মায়েরা। তাকে লালন পালন করার গুরু দায়িত্বটা তারই থাকে। অসুখে বিসুখে সন্তানের পাশে থাকা, স্কুলে-কলেজে রোজ সকালে নিয়ে যাওয়া আর দুপুরে নিয়ে আসার কাজটাও মা করেন। করেন অতি যত্নে। বিরক্তিহীনভাবে।



মা দিবসে সকাল মা-কে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.