নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় ক্লান্ত বিষন্ন ভঙ্গুর হৃদয়ের মানুষগুলো

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪



অধর চন্দ্রের অপেক্ষায় ক্লান্ত বিষন্ন ভঙ্গুর হৃদয়ের মানুষগুলো আজ দুপুরে মুখে স্লোগান তুলে নেয়। তাদের দাবি অন্তত স্বজনের লাশ। শ খানেক মানুষ বিক্ষোভ দেখিয়েছেন সেখানে। সাভারের উপজেলা নির্বাহি কর্মকর্তা কামরুল হাসান বলেছেন ১০২ জন নির্খোঁজ। কিন্তু এ সংখ্যা আরো বেশি বলে দাবি করছেন স্বজনরা। আজ মঙ্গলবার সেনাবাহিনী উদ্ধার কাজ শেষ করে চলে গেছে। নিখোঁজ স্বজনের লাশ না পেয়ে ক্ষুব্ধ মানুষ। তাদের সামনে সান্তব্না বলে কিছু থাকলো না। এত অল্প দাম সাধারণ মানুষের জীবনের? কোনো রকমের জবাবদিহিতা ছাড়া্ই উদ্ধার কাজ গুটিয়ে চলে যাওয়ার কোনো মানে হয় না। নিখোঁজ একজন হোক আর এক হাজার জনের হোক, স্বজনদের অধিকার তাদের প্রিয়মুখের ফেরৎ পাওয়া। অন্তত লাশটা হলেও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.