![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখ বন্ধ করলে সাঙ্গু নদী। চিম্বুকে বর্ষার বিকাল, মেঘের ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে কাঁপছি। ছেঁড়াদ্বীপ ঘুরে হেঁটে জোছনা রাতে ফিরছি সেন্টমার্টিনে। দক্ষিণপাড়ায় প্রবালের ওপর বসে দেখছি ডুবন্ত সূর্য। আনন্দময় অনেক সময় পার করে এসছি জীবনে। সামনে আরো আনন্দ চাই। ৩৩ বছরপূর্ণ করে ৩৪ এ যাত্রা শুরু করেছি। এই বাংলার ধূলোবালি, খরস্রোতা নদী, গিরি, সাগর কিম্বা জঙ্গলের পথে কাটুক আমার আগামীর জীবন। ভালো থাকুন সবাই। দোয়া রাখবেন।
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
মোরতাজা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:২২
কষ্টসখা বলেছেন: ভালো থাকবেন সব সময় এই দোয়া করি।