নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়ে চলা সাঙ্গুর জলের সাথে ছুটি।
ছুটি শ্যামলীমার মায়া জড়ানো পাহাড়ি পথে।
তোমার কাছে যাবো বলে।
যাওয়া হয় না।
হবে ন- এও জানি আমি।
তবুও ছুটি।
এই অন্তহীন ছুটে চলার শেষ কোথায়? জানি না।
জানি কেবল সমুখে তোমার মুখ- ইশারায় , আনন্দে উদ্ভাসিত।
তবুও ভালোবাসি।
©somewhere in net ltd.