নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিস্তি :৭১:
সবাই মিলে ট্যুরে যাবার স্থান হিসাবে নির্বাচন করলো শ্রী মঙ্গল। ২০০৪ সালের ঘটনা এটা। আমার সভাপতি হিসাবে প্রথম লং ট্যুর। বাবুকে বললাম সব তুই-ই সব করবি। কিন্তু ট্যুরের ফি নির্ধারণের আগের দিন এসে শুনি অনেক টাকা লাগবে। আমি এটাতে সাঁয় দিলাম না। সভাপতি হিসাবে নয়, একজন পর্যটক হিসাবে আমার টার্গেট সবচেয়ে কম টাকায় সর্বোচ্চ জায়গায় ট্যুর করার চেষ্টা করা। তাই বাবুর সাথে আমার মিলছিল না। শুরুতেই একটা বিরোধ। আমি এটাকে কাটানোর চেষ্টা করলাম। কিন্তু ও বলছে রিস্ক ফান্ড লাগবে ৫ শতাংশ। ৫ শতিাংশ টাকা আলাদ রাখতে হবে, যদি বাড়তি লাগে। তাছাড়া ও হিসাব করে দেখালো ট্যুর করতে হলে অন্তত ২০০০ টাকা বা তারো বেশি লাগে। আমি নিজে নিজে একটা হিসাব দাঁড় করানোর চেষ্টা করলাম। তাতে এটা অনেক কম লাগে। ডাটসের নিয়মিত যে বাসটা নেয় সেটা আমি চিনি । বাবুল মামার নম্বর আমার কাছে নেই। বাবুর কাছে আছে।
যেহেতু বাবুর কথা এখানে কার্যকর হচ্ছে না, তাই বাবুল মামার নম্বর পেলাম না। ১৫০০০ টাকা বা তারো কমে আমরা ২ দিনের ট্যুর করাবো বলে চূড়ান্ত করলাম, বাবু মাইন্ড করলো। কিন্তু এখানে স্বার্থটা আমার না, সবার। তাই আমি এ মাইন্ডকে সহজে নিলাম। তবে বাবুর একটা দিক হলো ও কারো ওপর ক্ষেপলে তার প্রকাশ থাকে না। সময় মত সে তার হিসাব নিয়ে নেয়। যেটি সে নিয়েছেও। এবং তার হিসাব নেয়ার ক্ষেত্রে আমারই ঘনিষ্ঠজনেরা তাকে হেল্প করেছে।
ডাটসে সে সময় বাবুর ঘনিষ্ঠ ছিল সমীর। আমার ঘনিষ্ঠ(!) বাপ্পী। আসলে দু জনেই কৌশলগত ভাবে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মগ্ন থাকত। এটা আমি অনেক পরে বুঝেছি। সাধারণ আমার নিজেকে খুবই বুদ্ধিমান মনে হলেও আদলে আমি একটা বোকা। সেটি ডাটস ছেড়ে যাবার পর বুঝতে পেরেছিলাম।
যাকগে বাপ্পীকে বললাম, বাস ঠিক করতে। ও জানালো পরিচিত বাস আছে। ঝটিকা। সে বাস ঠিক করলো। আমরা সে বাস নিয়ে প্রথম ট্যুর করতে যাবো। শ্রীমঙ্গল এমনিতেই আমার প্রিয় জায়গা। আমি সেখানে সবাইকে নিয়ে যাচ্ছি একটা উত্তেজনা কাজ করছিলো। ট্যুরের ঘোষনা দিয়ে একটা কাব্যিক পোস্টার বানালাম। বাবু আমি ও অন্যরা মিলে সে পোস্টার ক্যাম্পাসে পেস্ট করা হলো। আগে সাধারনত ট্যুরের ঘোষনা দিয়ে পোস্টার করা হতো না। এটা আমি চালু করলাম। উদ্দেশ্য ছিল অন্যদের বেড়ানোর ইচ্ছাকে জাগিয়ে তোলা। সে জন্য আমার মেয়াদকালে যত ট্যুর হয়েছে সব ট্যুরেই আমি পোস্টার করেছি। এখনো সে সব পোস্টারে ভাষা , লইন শব্দ অন্যরা ব্যবহার করছেন। আমার ভালো লাগে সেটি দেখে। আমি আনন্দিত হই। ডাটসের ফেসবুকে পেজে ক'দিন আগে দেখলাম সদস্য নেয়ার ফরমটা। সেটাও আমার করা পোস্টার থেকে বাক্যগুলো তুলে নিয়ে কম্পোজ করা। আমার সময় আমি নিজ হাতে পোস্টার লিখতাম, ফটোকপি করতাম এবং দেয়ালে লাগাতাম। এ কাজে বাবু, বাপ্পী, আমানত , শামীমও সহায়তা করতো।
©somewhere in net ltd.