নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো আঁধারি রাত, মেঠোপথে, কাদা মাখামাখি
এগিয়ে যাই সামনে
দূর গ্রামে কুঁড়ে ঘরের চালার ওপর ঠান্ডা চাঁদ, মেঘে ঢেকে যায় থেমে থেমে
তবুও হাঁটি আমি
ঘরের চারপাশে জমিন জুড়ে ঘোলা পানি
ব্যাঙ ডাকে দূরে, কোথাও গাছের ছায় এসে পড়ে পানির ওপর
ভালোলাগায় ছুঁয়ে যায়। মাতাল হাওয়া বয় এলোমেলো।
তবুও হাঁটি
তবুও
আলো আঁধারি রাতে হাত বাড়াই
জোনাকির আলো এসে পড়ে চোখের তারায়।
তার এই চোখ? কত চেনা। কত রাত্রি দিনের!
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
হাসান মাহবুব বলেছেন: +