নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আবার আসবি কবে?- প্রশ্ন!

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

তার পর ফিরে আসা-

এই নগরে!

পেছনে পড়ে থাকলো ঘাস ফড়িংয়ের ওড়াওড়ির দুপুর

শেষ বিকালের অস্তায়মান সূর্যের সাথে মিতালী করে ছুটে চলা হাঁসের পাল



মেঠো পথে কাদা মাখামাখির সকাল।



প্রিয়জনের মুখ। আবার আসবি কবে?- প্রশ্ন!

চোখ ছল ছল মায়ের, বাবার মন খারাপ।

মন মানে না কারো।



ঝুম বৃষ্টিতে মুখর গ্রামে, থই থই করছে বিলের পানি।

শাপল ফুটেছে। আমনের আবাদ চলছে কোথাও। মৎস শিকারে ব্যস্ত কিশোর।

সন্ধ্যা গড়ালে আলো আঁধারি রাত।

বৃষ্টি নামে। বৃষ্টি।

...অবিরাম, অসাধারণ বৃষ্টি।





পেছনে পড়ে থাকা অল্প ক’টা দিনের বিশাল মায়া!



তবুও ফিরে আসা এই নগরে।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঝুম বৃষ্টিতে মুখর গ্রামে, থই থই করছে বিলের পানি।
শাপল ফুটেছে। আমনের আবাদ চলছে কোথাও। মৎস শিকারে ব্যস্ত কিশোর।
সন্ধ্যা গড়ালে আলো আঁধারি রাত।
বৃষ্টি নামে। বৃষ্টি।
...অবিরাম, অসাধারণ বৃষ্টি।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১

মোরতাজা বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.