নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেফিন স্যার যখন ক্ষমতার বলয়ের বাইরে ছিলেন, তখন তাকে মনে হতো আহা স্যার আমার। এত ভালো! তার নীতিকথা শুনে খুবই মুগ্ধ হতাম। তার একটা গুণ খুব ভালো লাগতো- সাংবাদিকরা বিপদগ্রস্থ হলে ছুটতেন। কোনো ছাত্র সমস্যায় পড়লেও।
কিন্তু ভিসি হিসাবে নিয়োগের পর স্যারের দলানুগত কারিশমা দেখে অতি দলবাজ স্যাররাও লজ্জা পাচ্ছেন। সে দিন কথায় কথায় নীল দলের এক শিক্ষক নেতা বললেন, খালি আমারে দোষ দিতা। এখন তোমাগো স্যার কি করছে? লা জবাব। কিছু বলতে পারলাম না। শুধু জানালান আমি পল সায়েন্সে ছিলাম।
আরেফিন স্যারের আমলে আবুল -মফিজ অনেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টর হয়েছেন। হলের চান্দবাজ ক্যাডারাও এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! স্যারের কী দয়া। স্যারের আমলে সাংবাদিকদের পেটানো হয়েছে। বিচার হয়নি। কারো আমলে পিটালেও হয়না। কিন্তু স্যারকে আমরা ভিন্নভাবে জানতাম। তাই বল্লাম।
স্যারের আমলে সাধারণ ছাত্র খুন হয়েছে। বিচার হয়নি। সেটা বড় কথা না। কারণ এ সব মৃত্যুর বিচার হয় না। কিন্তু মৃত ছাত্রের জানাজাটাও ক্যাম্পাসে হলো না। কারণ বিশ্ববিদ্যালিয় প্রশাসন চায় নি। আফসোস।
নতুন করে আরেফিন স্যার ভিসি নির্বাচিত হইছেন। অনির্বাচিত থাকার পর এবার পদের বৈধতা মিল্ল তার! সামনের ক'টা বছর ভালো থাকবেন। শুভ কামনা তার জন্য।
কেবল করুণা রাজনীতির জন্য। যে রাজনীতি স্যারের মত এমন ভালো মানুষকেও পাল্টায়া দেয়। হায়রে রাজনীতি।
২| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬
জুবাইদুর আকাশ বলেছেন: কেবল করুণা রাজনীতির জন্য। যে রাজনীতি স্যারের মত এমন ভালো মানুষকেও পাল্টায়া দেয়। হায়রে রাজনীতি। হায়রে ডিজিটাল কারিশমা।,
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১
মোমেরমানুষ৭১ বলেছেন: সবই ডিজিটাল কারিশমা.........।