নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নটা অনেকে করেন! এত কাজ করিস কীভাবে! জানি না। তবে আমার রক্তে কাজ। আমার বাবাও প্রচণ্ড কাজ করতে পছন্দ করেন। কাজের ভেতর ডুবে থাকতে পছন্দ করেন। আমিও ঠিক সেই রকম।
মাঝে মাঝে মনে হয় একটু অবসর দরকার। কিন্তু কাজ! আমাকে সেই অবসর দেয় না।
একটা ব্রেক চাই। কয়েকটা দিনের জন্য । পাই না। পাবার মত কোনো লক্ষণই দেখছি না। হাওরে নৌকার ছইয়ে কয়টা রাত কাটাতে পারলে মন্দ হতো না। থেমে থেমে বৃষ্টি। হলুদ মরিচে কাঁচা কাঁচা ভাজা কয়টা মাছ, আধা সিদ্ধ ভাত। খুব ইচ্ছে করছে। কিন্তু সঙ্গী পাই না। আমরা, বন্ধুরা সবাই ব্যস্ত। আবার বন্ধু পাইলে, ছুটি পাই না।
জীবন ... জীবন এমনই হয়তো।
©somewhere in net ltd.