নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট বেলায় বোনা স্বপ্নগুলো কেমন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। মাইলের পর মাইল দৌড়ে সীমান্তে লাগোয়া আকাশ যেমন ধরা যায় না, তেমনি আমার স্বপ্নকেও। এমন সঙ্কটে আগে কখনো পড়িনি। পড়তে হবে, সেটিও ভাবিনি। ভাবনার বাইরে এ সঙ্কট কাটানোর কোনো রাস্তা আমার জানা নেই। জানতে চাই- তবুও। দুটো মুখের দিকে তাকিয়ে আমি আমার সর্বস্ব ত্যাগ করতে পারি। কিন্তু বাবা-মা, ভাই-বোন! ভাবতে পারছি না। ভাববার কোনো অবকাশও নেই। এমন সঙ্কট যেনো কারো জীবনে কখনো না আসে।
দয়া করে কেউ প্রশ্ন করবেন না- কী হইছে! কিছুই হয়নি। উত্তর আগেই দিয়ে রাখলাম। কেবল বিষাদটা শেয়ার করলাম মাত্র! একটু হালকা হওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়!
©somewhere in net ltd.