নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুও আনন্দ খুঁজি। তবুও...
তোমাদের চোখে নিজেকে দেখি... তোমাকে দেখি।তোমাদের হাসি, কান্না, বেড়ে ওঠা এবং প্রতিদিন
কলিং বেলের আওয়াজে তোমাদের ছুটে আসার মনোরম শব্দমালা!
নাকিব-নাজিব! অথবা নাজিব-নাকিব, আমার একই বৃন্তে অফুরান প্রেম ।
দিনেকের ক্লান্তি মুছে যাওয়ার অনুষঙ্গ
এবং তৃপ্তিতে ভরে থাকা দুটো চোখ। কী অসীম আনন্দ, সীমাহীন প্রাপ্তি, নিজের সাথে ভাগ করে নেয়া প্রতিটা দিন!
ফিরে যাই পুরনো দিনে
নিজেকে মেলানোর চেষ্টা করি। পারি না।
তবুও
তবুও অনেকটা বদলে গেছি আমি। অনেক, অনেক বেশি।
©somewhere in net ltd.