নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনের দিনগুলো কেমন হবে, কেমন দেখাতে চায় সরকার। বিরোধীদল এখনো শান্ত! সরকারে যারা আছেন তারা আগের আমলে বিএনপি-জামায়াত সরকারের সময়,সেই রকম পারফরমেন্স দেখিয়েছেন। পুরা রাস্তাঘাট যখন তখন বন্ধ করে 'গণতন্ত্রচর্চা' করেছেন। আমাদের জন্য 'গণতান্ত্রিক' মধু নিয়ে এসেছেন। সেটি সেবন করে আমরা তাদের সব মিথ্যে কথা সত্য বলে ধরে নিয়ে বলেছি, তবুও বাবা থাকনা ৫ টা বছর। এখন ক্ষমতা বদল নিয়ে নানা সঙ্কট। ক্ষমতায় যারা থাকে তাদের কাছে সংবিধান বাইবেল। বাইরে থাকলে কিছুই না।জনগণের নামে যে পীড়ন রাজনৈতিক দলগুলো আমাদের মত সাধারণ জনগণকে করে, তা থেকে মুক্তি সহসা মিলবে বলে মনে হয় না। ক্ষমতার বিলাস কেড়ে নিয়েছে জীবনের মূল্য। উড়িয়ে দিয়েছে নৈতিকতা, বদলে দিয়েছে কথার মূল্য ও ধরন। স্বার্থের জন্য সব কিছুকে করেছে জায়েজ!
©somewhere in net ltd.