নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে বিডি নিউজে একটা আত্মহত্যার খবর দেখলাম। দুই পিচকা নিজেদের হত্যা করেছে! কী নির্মম। প্রেম-ভালোবাসা নিয়ে অল্প বিস্তর অভিজ্ঞতা সবারই আছে। কিন্তু আত্মহত্যা? এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। আমি অন্তত এটা করি না। নগর জীবনে যৌনতার বিলাস আর গ্রামীন জীবনের বাঁধার আগলে সুখানুভূতির টান দুটোকে আমি একই সূত্রে দেখি।
প্রেম করে বিয়ে করে কী সবাই সুখে আছে! আমার মনে হয় না। এ ক্ষেত্রে আমার নগর জীবনের বন্ধুরে অভিজ্ঞতা ধার করে যদি বলি তাহলে যারা সেটেল ম্যারেজ করেছেন তারা বেশি ভালো আছেন! তাই আপেক্ষিক সুখের জন্য আত্মহত্যা? অসম্ভব। কোনোভাবেই এটা মেনে নেয়া যায় না।
আমি বরাবরই একটা কথা বলি, আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখনো এটি বলি। তবে সম্প্রতি মনে হচ্ছে এটা আংশিক ঠিক। কারণ এখন আমার অস্তিত্বজুড়ে দুটো ছেলে। যাদের মুখের দিকে তাকালে মনে হয়, আমি আমার চেয়ে ওদের বেশি ভালোবাসি। তবে এই ভালোবাসাটাও স্বার্থের। কারণ ওদের প্রতিটি আনন্দ-বেদনাময় মুহুর্ত আমাকে প্রচণ্ড রকমের উদ্বেল করে। এই স্বার্থের জন্যই এত প্রেম!
অনেক কন্যা আমাকে বলেছিল বা এখনো বলে তোমাকে ছাড়া বেঁচে থেকে কী লাভ! আমি বলি তুমি বা তোমরা মিথ্যা বলছো। কিন্তু কিছু বোকা এবং জীবনের প্রতি নির্দয় মানুষ আছে যারা ঝুঁকি নিয়ে এ মিথ্যাকে সত্য করতে, নিজেকে হত্যা করে। এটা নিতান্তই আবেগ, ভুল এবং খুবই অপরিপক্ক একটা সিদ্ধান্ত।
নিজেকে ভালোবাসতে পারলে সবাইকে ভালোবাসা যায়- এ জ্ঞান বন্ধুদের আড্ডা থেকে অর্জন করা । আশা করি এটি অন্যরাও অনুসরণ করবেন।
আমার জীবনের একটা দর্শনের কথা বলি- আমি যখন যে অবস্থায় থাকি সে অবস্থাটাকে উপভোগ করার চেষ্টা করি। এর মানে এই নয় যে, আমার কোনো কষ্ট নেই। আছে। তবে সুখটাকে চোখের সামনে রাখলে কষ্ট কমে যায়। অন্তত বিবাহিতদের বলি সন্তান থাকলে তার চোখে চোখ রাখুন। পৃথিবী আসলেই অসাধারণ-অসম্ভব সুন্দর। তাই হতাশ নয়। জীবনকে হত্যা নয়। জীবনের উৎসবে ভরে উঠুক প্রতিদিন। ভালো থাকুন সবাই।
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
ইকরাম বাপ্পী বলেছেন: +