নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'প্রথম প্রণয় আজীবন পর্যটনময়'-
আমার খুবই প্রিয় একজন মানুষের কাছে কথাটা শোনা। 'প্রথম প্রণয়' এবং 'পর্যটন'- এ দুটো বিষয় আমার জীবনকে আচ্ছন্ন করে আছে ।পর্যটনের নেশা আমাকে বাঁচিয়ে রেখেছে। প্রথম প্রণয় দিচ্ছে কষ্টনুভূতি।
আগামীকাল, ২৭ সেপ্টেম্বর- বিশ্বপর্যটন দিবস। এ দিনটি খুব মিস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্যুরিস্ট সোসাইটির সদস্য হিসাবে এবং পরে সভাপতি হিসাবে কয়েকবার দিবসটি পালনের নানা আয়োজনে ছিলাম। খুবই আনন্দময় অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কোনোভাবেই ভুলতে পারি না।
এবারের পর্যটন দিবসের স্লোগান- 'ওয়াটার অ্যান্ড ট্যুরিজম, প্রটেকটিং আওয়ার কমন ফিউচার।'
আসুন আমরা এর মর্মার্থ উপলব্ধি করি। আনন্দময় পর্যটন নিশ্চিত করি।
©somewhere in net ltd.