নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সেই কিশোরী এখন...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩





কিছু মানুষের জন্য কষ্ট হয়। প্রকৃতির কিছু সৌন্দর্যের জন্যও। তবে সব কষ্টের সামনে আমার ছেলে দুটো দাঁড়ালে আমি আর কিছুই দেখতে পাই না।



ছোট বেলায় মে মুখটা দেখার জন্য ছুটে যেতাম, তার বুকের ওমে বড় হয়েছি, তিনি এখন নেই। আমার দাদী। পৃথিবীতে আমার সবচেযে আপন। সেই কবে গত হয়েছেন।



নেই সেই কিশোরী, যার ছুটে চলা পথের দিকে তাকিয়ে এক নিমিষে ভুলে যেতাম সব- আমার পৃথিবী। সে এখন দু কন্যা সন্তানের জননী।



যার চোখ তাকাবো বলে আমি ছিলাম, আছি এবং থাকবো বলে পণ করেছি, তার মোহ কেটে গেছে। এ ভাবে অনেক। আরো অনেক। এবং অনেকেই। এখন আমার কোনো প্রেম নেই-ভালোবাসাও। তবে মোহ আছে। আটকে থাকি কখনো কখনো। তবে সময়-স্রোত এ সব ভাসিয়ে নেয়। নিবেও।



আমার পৃথিবী কেবল আমার সন্তানদের ঘিরে আবর্তিত। তাদের নিয়েই ভালো থাকতে চেষ্টা। সাথে প্রকৃতির প্রেম- নিঝুম সন্ধ্যায় তিন্দুতে একটা বিকাল, নীলগিরিতে বর্ষার সন্ধ্যায় একলা বসে থাকা কিম্বা সুন্দরবনে জঙ্গলের ভেতর গাছের ডালে বসে থাকা আনমনে সকাল।



ভালো থাকার চেষ্টা তবুও। কিন্তু খারাপ খবর হলো- উচ্চ রক্তচাপের বেরামের পর এখন অ্যাজমা । ডাক্তার বলছে, মাইল্ড । তিনমাসের চিকিৎসা পর্ব চলমান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.