নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি নতুন ভোর- কষ্টহীন রাত
আকাশ থেকে নেমে আসা পরী-
স্বর্গ থেকে হুর- রূপ সৌন্দর্যের আধার
আমাকে টানে না। টানে না কামাবেগ জাগাতে ব্যস্ত তরুণীর চোখ, ঠোঁট কিম্বা বাঁকানো শরীর
যেমন করে টানে
ভোরের সকালে শিশির ভেজা ঘাসের ওপর প্রথম সূর্যের আলো-
ছুটে চলা টানা ঝরণা কিম্বা পাহাড়ের চূড়ায় জমে থাকা মেঘ
আমার প্রথম প্রেম, তোমার চোখে তাকাতে গিয়ে মাটি দেখা, কাদা মাটিতে চোখ রেখে লজ্জায় মিইয়ে যাওয়া বিকালটা কেবল ফেরৎ চাই।
ফিরে এসো কৈশোর- ফিরে এসো আমার প্রিয়-সুহৃদ।
ফিরে এসো পুরনো সব দিন-
কামাগুনে পুড়তে চাই কি-না, জানি না।
তবে শান্ত বিকাল- সমুদ্রের ফেনিল ঢেউয়ের ওপর চোখ রেখে কাটাতে চাই একটা সন্ধ্যা
ঘোর অমবস্যার রাতে জোনাকির আলোর পিছু ছুটে যাওয়ার সময়টাতে চাই তোমাকে, চাই আরো একটি নতুন ভোর- কষ্টহীন রাত।
©somewhere in net ltd.