নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরতে হয়... ফিরে আসি...
নীরবতা ভাঙলো
মৃদু ছন্দে বয়ে গেলো মোয়াজ্জিনের দরাজ কণ্ঠে ফজরের আজানের ধ্বনি
ভোর হয়েছে বলে মোরগটা ডাকলো বার কয়েক
হাঁসগুলো নেমে গেলো ক্ষেতে!
শিশিরেরা ঝরে গেলো....
ভোরের প্রথম আলোর স্পর্শে জেগে উঠলো গ্রামীন জীবন
'নীলাকাশে সবুজ ঘাসে খুশীতে' হারানো আমার বড় পুত্র তখনো ঘুমে
অবশেষে ৮ দিনের আনন্দ লীলা সাঙ্গ করে তাকে উঠতে হয়েছে। নগরে ফিরবে বলে!
চোখ কচলাতে কচলাতে দাদার পা ছুঁয়ে সালাম করে উঠে দাঁড়ালো সে। দাদীর কোল হয়ে রিকশায়।
... বাস ছেড়ে যাবে বলে তাড়া।
বের হই... সামনে ধানের সবুজ ক্ষেত, মাছ ধরতে বর্শি নিয়ে এক বুড়ি ছুটছেন সাত সকালে।
গরু নিয়ে বের হচ্ছেন কেউ
আমরা ছুটছি উধর্সেশ্বাসে। ঢাকার পথে।
ফিরতে হয়... ফিরে আসি... এই নগরে।
©somewhere in net ltd.