নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৩৭, ১৯৪৬, ১৯৭০ এর নির্বাচন এবং জয়লাভ! কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি, ক্ষোভ বিক্ষোভ অতপর পাকিস্তানি পীড়ন -ভারতীয় চোষন নিয়ে যে দেশটি দাঁড়ানোর চেষ্টা করছে সেটি আমার প্রিয় স্বদেশ। কিন্তু কূটনীতির কূট কৌশল, আমাদের ক্ষমতার পূজারী রাজনীতিকরা এ দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। সব দিব-তবুও ক্ষমতা চাই। এই হলো রাজনীতিকদের চরিত্র। আর আমলারার অল্প বেতনে চলে না তাই ঘূস খাই, দেশ বিকাই। এ ভাবে চলতে পারে না।
বড়ই নির্মম, বড়ই নিষ্ঠুর- এই সময় এ নিষ্ঠুররা থেকে কবে মুক্তি মিলবে? কবে আমরা দেশকে ভালোবেসে এগিয়ে নেয়ার জন্য এক সাথে হাতে হাত রেখে এগিয়ে যাবো- যেমন গিয়েছিলাম একাত্তরে। যেমন নব্বুইয়ে। নব প্রজন্মের জন্য আমরা এখন কিছু করতে চাই।
দেশকে ভালোবাসার মানুষ চাই। রাজনীতির বিষবাষ্প থেকে মুক্ত একটা প্রজন্ম চাই- যারা দেশটাকে ভালোবেসে এগিয়ে নিবে। জয় হোক তারুণ্যের।
©somewhere in net ltd.