নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতির নামে, মানুষের অধিকার আদায়ের তকমা লাগিয়ে যে কোনো রকমের দমন, পীড়ন, হামলা মামলা ও অত্যাচারের বিরুদ্ধে আমি- আমরা সাধারণ মানুষেরা আগেও ছিলাম এখনো আছি। আওয়ামী লীগ করলে জায়েজ, আর বিএনপি করলে গুনাহ, জামায়াত করলে কবিরা গুনাহ টাইপের দৃষ্টিভঙ্গি আমার কখনোই ছিল না।
প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী ফোনালাগ নিয়ে দিনভর নানা নাটক হয়েছে। অথচ দুই নেত্রীই একাধিক ফোন ব্যবহার করেন। আসলে চোর পুলিশ খেলছেন আমাদের নেত্রীদ্বয়। তাতে কিচ্ছু যায় আসে না, আরো বেশি খেলুন। খেলা স্বাস্থ্য ও মনের জণ্য ভালো।
কিন্তু আমরা আমাদের নিরাপদ জীবন চাই। এক পক্ষ আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ নামিয়ে গুলি চালাবেন, আরেক পক্ষ আগামী দিনের শান্তির জন্য বোমা ফাটাবেন। এটা আমরা চাই না। ক্ষমতার কদর্য নোংরা আবর্জনার ভাগাড়ে আপনারা কামড়াকামড়ি করেন, কিন্তু আমাদের শান্তিতে থাকতে দিন।
আমরা আপনাদের চরিত্র সম্পর্কে অবগত। আপনাদের অনুগত দেরে সম্পর্কে অবগত (মিডিয়াসহ)। কারণ গত বিএনপি আমলের শেষে ২৮ অক্টোবর লাঠি দিয়ে পিটিয়ে মানুষ হত্যার বর্বর দৃশ্য দেখেছি। কেবলই ক্ষমতার লোভে। রানা প্লাজায় ডেকে নিয়ে মানুষ খুন করতে দেখেছি। বিএনপি আমলে শেরাটন মোড়ে গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়াতে দেখেছি।
২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি। তবে এবার ক্ষান্ত দিন।
আমাদের মুক্তি দিন। মুক্তি চাই আপনাদের হাত থেকে। নষ্ট রাজনীতির বিষবাষ্প থেকে আমরা মুক্তি চাই।
©somewhere in net ltd.