নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরমত সহিষ্ণুতা শব্দটার মধ্যে একটা মাদকতা আছে। সবাইকে টানে, তবে সেটা যদি তার মতের সাথে মিলে। না মিললে -তিনি বা তারা অসহিষ্ণু হয়ে ওঠেন। এটা অভিজ্ঞতা থেকে বললাম।
বয়স হচ্ছে তো, সেই সাথে অভিজ্ঞতাও হচ্ছে। এ নগরে কত কিসিমের মানুষ চোখে পড়ছে, তার কোনো ইয়াত্তা নেই। কত রকমের আবরণে যে মানুষ নিজেকে ঢাকছে, সে সব দেখতে দেখতে তাদের আসল রূপটাই ভুলে যাচ্ছি।
বুকের ছাতি উঁচা কইরা সত্য কথা কওনের লোকের বড়ই অভাব।তারচেয়ে বড় অভাব অন্যের মতকে সহ্য করার ক্ষমতার।
সম্পর্ক, ক্ষমতা, বিত্তপ্রত্যাশা- নানা রকমের সঙ্কট আমাদের আটকে ফেলছে। সেইখান থেকে বাইর হওনের যোগাড় নেই। তাই নিজের মতে মত চাই। পরের মতে শ্রদ্ধা নাই।
©somewhere in net ltd.