নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগ,জনবিচ্ছিন্নতা এবং ক্ষমতা

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০২



গণমুখী দল হিসাবে আওয়ামী লীগকে অনেকেই মনে করে থাকেন, এটা এক ধরণের ভ্রান্তি বিলাস। অন্তত মানুষের জীবন, নিরাপত্তা, জীবিকা এবং ন্যায় বিচার বিচার নিশ্চিতের ব্যাপারে দল হিসাবে আওয়ামী লীগ এবং তার অন্ধ অনুসারি বিচারক, নিরাপত্তা বাহিনী পরোপুরিই ব্যর্থ। তাদের এই ব্যর্থতা - উচ্ছ্বাস আমাদের বিপন্ন করেছে, এখনো করছে এবং সামনেও করবে। তবে এতে শঙ্কা থাকলেও, আমরা আশাহত নই।



রামু ও সাঁথিয়ার সংখ্যালঘূ হামলা, সাভারে রানা প্লাজায় ডেকে নিয়ে মানুষ খুন কিম্বা বিশ্বজিৎকে রাস্তায় কুপিয়ে মারার কাজটি করেছে দলটির আদর্শবান ক্যাডাররা। পদ্মা সেতু লুণ্ঠন করে দেশ প্রেমিক সনদ মিলেছে কারো। কালো বিড়ালের উপদেশ শুনতে শুনতে কান ঝালাপালা। এবং দলান্ধ প্রশাসন যন্ত্র তাদের সহযোগিতা করছে।



রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা পড়িয়েছেন, কোনো রাজনৈতিক দল যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা নিরাপত্তা রক্ষীদের ওপর, লাঠি ও বন্দুকের ওপর বেশি ভর করেন। আমার আওয়ামী বন্ধুরা আশাহত এবং ক্ষুব্ধ হবেন জেনেও বলছি- আওয়ামী লীগ এখন সে কাজটিই করছেন। যদিও এটি আওয়ামী লীগের আসল চরিত্র নয় বলে, বিশ্ববিদ্যালয় জীবন থেকে জেনে এসেছি। এ দলটি সত্যিকারের রাজনৈতিকদের দল। কিন্তু কেন জানি এদের টলারেন্স ক্ষমতাটা খুবই কম।কেখনো কখনো তা শূণ্যের কোটায় নেমে আসে। একই অবস্থা অবশ্য জামায়াতেরও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুকুরদের দল আবার গণমুখী দল হইলো কবে

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

প্রভাষ প্রদৌত বলেছেন: এখন হইল কলিকাল
গোলাপী দেয় হরতাল
নয় তো সে হরতাল

আসলে তা ভয়তাল ।

নেত্রী মোদের পাকিস্তানী
মাথায় তার শয়তানী ।

নেত্রী মোদের আপোষহীন
মানুষ মারে প্রতিদিন ।

নেত্রী মোদের এইটপাশ
করছে দেশের সর্বনাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.