নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাঙো এই আয়না- নতুন আয়নায় দেখো-ক্লেদ মুক্ত সকাল
বিন্দু বিন্দু ঘাম কখন জমে?
প্রশ্নটা খুব জটিল শোনায়
ভয়ে কাঁপে বুক
উত্তরটা কী হবে? মৃত্যু! হতে পারে
আবার ভিন্ন উত্তরও তো হয়!
কেমন?
চোখে চোখ- স্পর্শে কেঁপে ওঠা শরীর
কামোত্তেজনায়-জমে থাকা বিন্দু জল।
আবেগ-উচ্ছ্বাসে ভরে ওঠা পুরো বিকেল-সন্ধ্যা কিম্বা থেমে যাওয়া মধ্য রাত।
বিশ্লেষণ যেমনই হোক- যেমনই হোক মনের অবস্থা
অন্তহীন এই চলার পথেরও অন্ত আছে।
কথার কথায় লুকিয়ে থেকে লাভ নেই
জেগে ওঠো
ভাঙো এই আয়না- নতুন আয়নায় দেখো-ক্লেদ মুক্ত সকাল।
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
মোরতাজা বলেছেন:
২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
তাসজিদ বলেছেন: :#> :#> :#> :#> :#> :#> :#> :#>
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
মোরতাজা বলেছেন:
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
এহসান সাবির বলেছেন: বেশ...
২৬ শে মে, ২০১৪ রাত ১০:৪২
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন এই চলার পথেরও অন্ত আছে।
কথার কথায় লুকিয়ে থেকে লাভ নেই
জেগে ওঠো
ভাঙো এই আয়না- নতুন আয়নায় দেখো-ক্লেদ মুক্ত সকাল।
+++