নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

'ব্যাটা মুরদ থাকে তো ধর শালাদের'

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

'ব্যাটা, মুরদ থাকে তো ধর শালাদের'



ওরা কী মানুষ। যারা মানুষ পোড়ায়?

প্রশ্নটা নিজেকে করে- আমিন রসূল

জীবিকার তাগিদে এই নগরে তার কাটছে দেড় যুগ

ঘরে সুন্দরী বউ, এলো চুলে শোয় পাশে, 'সোহাগি কতা কয়'

ভালো লাগেনা আমিনের!

চোখে ভাসে আগুনে পোড়া মানুষের মুখ, ঝলসে যাওয়া শরীর



নগরে এ মানুষ পোড়ানোর উৎসব কী নতুন (!)



মনে করার চেষ্টা করে আমিন

আগেও মানুষ পুড়িয়ে মেরেছে,

কারা? ওরা।

মানুষ পুড়িয়ে কয়লা বানায়!

আহারে মানুষ-



এখনো পুড়ছে মানুষ। কতজন হসপিটালে

কতজন করেছে পৃথিবীর মায়া ত্যাগ, বাঁচার আকুতি ছিল-

বাঁচানো গেলোনা তাদের



এভাবে আর কত?



সম্বাদিকদের ওপর আমিন রসূলের ক্ষেদ

পড়াশোনা জানা মানুষের ওপরও

খালি দোষারোপ!



হঠাৎ রিকশা ব্রেক করে পেছনে তাকায় আমিন-

বলে, 'ব্যাটা মুরদ থাকে তো ধর শালাদের।'

যারা মানুষ পোড়ায়, জীবন পোড়ায়, স্বপ্ন পোড়ায়-তাদের ধর

দণ্ড দে, পিষে মার এমন পিষাচদের



তারপর

হঠাৎ

থেমে যায় আমিন

বলে-

স্যার গরিবের রক্ত বেইচ্চা, মানুষ পোড়ায়া ক্ষমতার হাত বদল হয়।

বদলায় না কেবল রাজনীতির চরিত্র-



আফসোস!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

বোধহীন স্বপ্ন বলেছেন:
দাবী আদাইয়ে গরীবের পেটে লাথি মারা চাই ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

সেমিবস বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.