নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'সর্বদলীয়' শব্দটা যদি সরকারি শব্দ হয় তাহলে সংবাদ মাধ্যম এটা কোট করতে পারে, কিন্তু নিজেরা এটা বলতে পারে বলে মনে করি না। রাজনীতির ছাত্র হিসাবে আমার মনে হয়েছে, এটা কোনো সর্বদলীয় সরকার না। যেখানে বিএনপির মত বৃহত্তম রাজনৈতিক দল অনুপুস্থিত এবং সর্বশেষ জরিপ গুলো থেকে আওয়ামী লীগ ও বিএনিপির সম্ভাব্য ভোটের ব্যবধান, সেখানে সর্বদলীয় সরকারের নামে মিডিয়া আমাদের কী বার্তা দিতে চায়, তা পরিষ্কার নয়!
দল হিসাবে বিএনপি ও আওয়ামী বলয়ের বাইরর কোনো ভাবনা নেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের নেই।
সেখানে খুচরা দল নিয়ে সরকার গঠন, তেলেসমাতি এবং এতে মিডিয়ার সচেতন সমর্থন কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করছি না। এটি দেশ হিসাবে আমাদের জন্য হিত কর কি না তা মিডিয়ার বন্ধুরা ভেবে দেখবেন, নিশ্চয়!
©somewhere in net ltd.