নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পতিতা, বেশ্যা -এ শব্দমালা নিয়ে ক'দিন ধরে ফেসবুক, ব্লগে নানা কিসিমের মানুষ মত দিচ্ছেন। আমি অনেক ভাবনা চিন্তা করেও এর কোনো বিহিত করতে পারলাম না।এর কারণ কি?
রাজনীতিক ও তাদের অন্ধ অনুসারীদের প্রসঙ্গ তুলে পতিতা বা বেশ্যা শব্দমালা কেন প্রয়োগ করা হচ্ছে? তারা তো জীবিকার জন্য অথবা যৌন তৃপ্তির জন্য কর্মটি করে থাকেন। বিশ্বজুড়ে এটা এখন অনেকটা স্বীকৃত। কিন্তু রাজনীতিকদের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে অনেকে যে কাজটি করছেন তা হলো খুচরা যৌন ব্যবসায়ী বা যৌন তৃপ্তি লাভে ইচ্ছুকদের প্রসঙ্গ উত্থাপন করে তাদের প্রতি এক রকম অবিচার করেছন!
পতিতা কিম্বা বেশ্যারা সমাজ নষ্ট করে বলে অভিযোগ। কিন্তু রাজনীতিকরা তো পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবই নষ্ট করছে। সেই সাথে নিরাপত্তা-জীবিকা এবং ইনসাফ থেকে বঞ্চিত করছেন সাধারণকে।
রাজনীতির প্রতি তবুও আমার বিরাগ-বৈরাগ্য নেই। আপত্তি কেবল বেশ্যা ও পতিতাকে যারা নেতিবাচকভাবে বর্ণণা করছেন তাদের প্রতি। দয়া করে তাদের অপমান করবেন না। কারণ রাজনীতিকদের মত শঠ কিম্বা তঞ্চক তারা নন। তাই তাদের সাথে রাজনীতিক ও তাদের অন্ধ অনুসারীদের মিলিয়ে দেখালে তাদের অসম্মান হয়।
নীতি কথা অনেক বলা যায় , কিন্তু বাস্তবে করে দেখানো কঠিন কাজ। আমার মনে হয়, এমন লোক খুবই কমই আছেন, যার বা যাদের নিজের ওপর নিয়ন্ত্রণ আছে। আমি বিশ্বাস করি, আপনরাও হয়তো করেন- ' অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না।'
২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মোরতাজা বলেছেন: বাস্তবতা এত নির্মম ক্যান!
২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
বিশ্বাস করি 1971-এ বলেছেন: রাত যত বেশী হয় মহাসড়কে, অন্ধকার গলিতে বেশ্যা, ছিনতাইকারী পরিমান বাড়তে থাকে। আর জাতীর ভাগ্যাকাশে যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন "রাজনীতিকদের সংখ্যা আর আনাগোনা বাড়তে থাকে"।
২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
মোরতাজা বলেছেন: সহমত!
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: ছি ছি তু্ই রাজনীতিক হয়ে গেছিস! বাংলার নতুন গালি "রাজনীতিক"