নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতার স্বাদ কেমন- নোনতা, মিষ্টি নাকি টক। গন্ধটা কেমন? জানি না। ক্ষমতায় যখন যারা থাকে, তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকি। কারণ ক্ষমতা মানুষকে বেসামাল করে ফেলে। যে যেমন ক্ষমতার অধিকারী হোন না কেন। তিনি তেমনই বেসামাল। মিজান ভাই প্রথম আলোতে লিখেছেন- প্রধানমন্ত্রী নাকি এখন সর্বময় ক্ষমতার অধিকারী। ভাবতে ভালো লাগে।
পরিবারে পুরুষ ক্ষমতাধর। তার ক্ষমতায় ভারসাম্য আনার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞানী নাজমা ম্যাডাম উইমেন স্টাডিজ খুললেন। সেখানে এ নিয়ে বিস্তর পড়াশোনা ও গবেষনা হচ্ছে। ফান্ড মিলছে বেশ।
কিন্তু দুনিয়া জুড়ে যে রাজনীতির খেলই চূড়ান্ত ও ক্ষমতা আঁকড়ে থাকবার এবং উৎপাটনের বিষয়টি গুরুত্বপূর্ণ- তা খ্রিস্ট পূর্ব অব্দেই অনুধাবন করেছিলেন, মহামতি প্লেটো এবং এরিস্টটল। পরে চাটুয্যেদের কথা মাথায় রেখে মাকিয়াভ্যালি। কিন্তু উনাদের ওই সব থিওরি বাংলাদেশের চাটুয্যে মহাশয়-মহাশয়াদের কাছে কোনো পাত্তাই পাচ্ছে না। পাবেও না। এটাই স্বাভাবিক বলে আমরা ধরে নিচ্ছি। কারণ ইনসাফ এখানে পরাহত।
কেবল ম্যাকিয়াভ্যালি এখন টিকে আছেন- আমাদের সরকারের কথা-বার্তা-আচরণে। বিস্তারিত বলতে পারছি না। আইসিটি অ্যাক্ট চূড়ান্ত!
রাজনীতি বিজ্ঞানে একটা কথা আছে 'চেকস (সেক্স না কিন্তু) অ্যান্ড ব্যালেন্সেস'। এই কথাটা এখন আর সত্য বলে মনে হয় না। ভারসাম্য হীনতাকেই আমরা উস্কে দিচ্ছি। আমার টক শো, টিভি সম্বাদিক, আর প্রিন্ট জার্নালিস্ট- সবাই মিলে আমরা ক্ষমতার পূজা করছি। আহা কী শান্তি। আহা ক্ষমতা। তোমার অঙ্গে অঙ্গে এত যৌবন ক্যান।
তবুও যদি আপায় একটু তাকাইতো। আপার কি সেই সময় আছে। তাই অনেক সম্বাদিক ও তাদের নেতা বলে দাবিদাররা এবং খুচরা বুদ্ধিজীবীরা অভিমান করেন। নিজেদের মহলে বলেন- 'হুদাই গেজাই। আপা পাত্তা দেয় না।'
দলকানাদের বলি, সময় থাকতে দালালি বন্ধ না করলে কেউ আর পাত্তা দিব না। টক শো আর কলাম এখন নিরপেক্ষ বিশ্লেষণ বা ক্ষমতার ভারসাম্য রক্ষার কবচ নয়।
©somewhere in net ltd.