নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইটা নতুন কিছু না। সম্বাদিকদের পাওনা। মন্ত্রী কইছে- আবার সম্বাদিক কিরে... বিম্পির আমলে মধুতে এক নেতা কইছিলো, সম্বাদিক তার পকেটে থাকে। তারে চুবাইছিলাম।
কিন্তু আওয়ামী মন্ত্রীদের কে চুবাইবো। তলে তলে এতক্ষণে কত সম্বাদিক নেতা ফোন মারছে কে জানে- কইছেন ভাই, যা বইলছেন না। আসলে হালা কিসের সম্বাদিক। দেখছেন কোনোদিন।
খালি দেখি বিম্পি-জমাতরে লইয়া সম্বাদিকরা কি মজা লুটতাছে ফেবুতে। গালি দিয়া আরাম লইতাছে। শীত পড়ছে, আরামের দরকার আছে। তয় পরিমাণটা একটু বেশি।
আম্লিগ পীর সাহেব! তার নাম মুখে লইবে- এই সাইধ্য কার। মানুষ পুড়বো, দরজা ভাইঙ্গা গ্রেপ্তার অইবো, সম্বাদিকের ক্যামরা ভাঙবো, কক্ষে আটকায়া রাখবো, কিন্তু কোনো কথা কওন যাইবো না। এ কেমুন বাংলাদেশ।
(দ্রষ্টব্য: রিমান্ডে আরটিভির দুই সম্বাদিক! )
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
মোরতাজা বলেছেন: সে বিজ্ঞাসা আমারো!
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সীমাহীন ভালবাসা বলেছেন: মজা নিতে নিতেই তো দেশে এই অবস্থা,,সে জন্য আজ ২ সাংবাদিক ভাই এর বিপদ সবাই চুপ,,,ঠিক এ রকমই অন্যদের বেলায় হয়তো এরাই চুপ থাকত,, সাংবাদিকতা একটা মহান পেশা,,কিন্তুু অনেক সাংবাদিকরা দলীয় ভাবে সংবাদ প্রচার করে,,এরা রাজনীতিবিদ থেকে ও খারাপ,,জনগনের মন নিয়ে খেলে,, সবার উচিত এই মহান পেশা কে পবিত্র রাখা,,
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
মোরতাজা বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমিই রেফারি
আমি খেলোয়ার
আমিই বোলার
আমি আম্পায়ার!!!
জগত দেখেনি এমন খেলা
তাতেকি? আমি দেখাব
হাইকোর্টের পুরান কথা
যে বলিবে তারে রং হেড বানাব
সিজোফ্রেনিয়ার রোগী নাকি
এমন লক্ষন থাকে
বলবে কে ? তাই জ্বি হুজুরী সব
-রোগ বাড়তেই থাকে।।
এমনি করে চলছে, কতদিন কে জানে চলবে?
দেশ মাতাকি শান্তির পথে আবার মুক্তি পাবে!!!???