নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সম্বাদিকরা কি মজা লুটতাছে

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

এইটা নতুন কিছু না। সম্বাদিকদের পাওনা। মন্ত্রী কইছে- আবার সম্বাদিক কিরে... বিম্পির আমলে মধুতে এক নেতা কইছিলো, সম্বাদিক তার পকেটে থাকে। তারে চুবাইছিলাম।



কিন্তু আওয়ামী মন্ত্রীদের কে চুবাইবো। তলে তলে এতক্ষণে কত সম্বাদিক নেতা ফোন মারছে কে জানে- কইছেন ভাই, যা বইলছেন না। আসলে হালা কিসের সম্বাদিক। দেখছেন কোনোদিন।



খালি দেখি বিম্পি-জমাতরে লইয়া সম্বাদিকরা কি মজা লুটতাছে ফেবুতে। গালি দিয়া আরাম লইতাছে। শীত পড়ছে, আরামের দরকার আছে। তয় পরিমাণটা একটু বেশি।



আম্লিগ পীর সাহেব! তার নাম মুখে লইবে- এই সাইধ্য কার। মানুষ পুড়বো, দরজা ভাইঙ্গা গ্রেপ্তার অইবো, সম্বাদিকের ক্যামরা ভাঙবো, কক্ষে আটকায়া রাখবো, কিন্তু কোনো কথা কওন যাইবো না। এ কেমুন বাংলাদেশ।





(দ্রষ্টব্য: রিমান্ডে আরটিভির দুই সম্বাদিক! )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমিই রেফারি
আমি খেলোয়ার
আমিই বোলার
আমি আম্পায়ার!!!

জগত দেখেনি এমন খেলা
তাতেকি? আমি দেখাব
হাইকোর্টের পুরান কথা
যে বলিবে তারে রং হেড বানাব;)

সিজোফ্রেনিয়ার রোগী নাকি
এমন লক্ষন থাকে
বলবে কে ? তাই জ্বি হুজুরী সব
-রোগ বাড়তেই থাকে।।

এমনি করে চলছে, কতদিন কে জানে চলবে?
দেশ মাতাকি শান্তির পথে আবার মুক্তি পাবে!!!???

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মোরতাজা বলেছেন: সে বিজ্ঞাসা আমারো!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সীমাহীন ভালবাসা বলেছেন: মজা নিতে নিতেই তো দেশে এই অবস্থা,,সে জন্য আজ ২ সাংবাদিক ভাই এর বিপদ সবাই চুপ,,,ঠিক এ রকমই অন্যদের বেলায় হয়তো এরাই চুপ থাকত,, সাংবাদিকতা একটা মহান পেশা,,কিন্তুু অনেক সাংবাদিকরা দলীয় ভাবে সংবাদ প্রচার করে,,এরা রাজনীতিবিদ থেকে ও খারাপ,,জনগনের মন নিয়ে খেলে,, সবার উচিত এই মহান পেশা কে পবিত্র রাখা,,

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মোরতাজা বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.