নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবজেক্ট কাগু এরশাদ। বালা কতা। কাগু রে লই সব্বাই কতা কইবো, এইটা হইতেই পারে। কিন্তুক ভোল পাল্টাইলেন অনেক অ্যাক্টিভিস্ট। যারা কইছিলেন- 'বিবেচনা করুণ জমাত বালা না এরশাদ।'
এইবার তারা কাগুরে গাইলাতাছেন। কাগু ইলেকশনে যাইবো কইছে। তাই এ হাল। কিন্তু কাগু হাসিনার স্বপ্নের জাতীয় সরকারে আছেন কিন্তু। সেই দিকে খেয়াল নাই।
কাগু কিন্তুক এখনো কয় নাই কোন দলের লগে যাইবো।
কাগুর বিরুদ্ধে বড় অভিযোগ তিনি 'প্রণয়' সোহাগী লোক। 'রোমান্টিক'। আসলে কি তাই? কাগুরে আনপ্রেডিক্টেবলও বলা হয়। কিন্তু কাম কলায় পারদর্শী বুড়োরা হঠাৎ করে কাম শব্দে উৎসাহ নিচ্ছেন- মজা লুটছেন। কালো বিড়াল কাগুর 'ক্রিয়া' নিয়ে প্রশ্ন তুইলছেন। দুই জন কি এক লগে রেইস দিছিলেন। হইতে পারে। কালো বিড়ালের বাসায় নাকি সন্দেশের কারবার।
কাগুর 'ক্রিয়া' যে বালা , তাতে কি কোনো সন্দেহ মনে লয়। গত ৫ বছর আপার মুখের দিকে তাকায়া কাগু সব মাইনা লইছেন, খালি গারদের ডরে। কাগুর বিরুদ্ধে নানান কথা- 'পতিতা', 'বেশ্যা' , 'পরিবর্তনশীল' এই সব বিশেষণ তার জইন্য বরাদ্দ কইরে অনেকে স্টাটাস মাইরতেছেন।
তাতেও আমার আপত্তি নাই। কেবল মনে করতে চাই যারা লিখছেন, সেই সব দলানুগত-দলকানাদের সাবেক লেখাগুলোর কথা। যারা এরশাদের মতই তাদের ভোল পালটে ফেলেছেন।
মানূষ এমুন ক্যান, আপার লগে থাকলে সব ঠিক, ম্যাডামের লগে গেলে জঙ্গি-রাজাকার। মানসিক দৈন্য কবে ঘুচবো আমগো- আমরা কবে নিজের দিকে তাকায়া কতা কমু।! অপেক্ষা। অপেক্ষা। অপেক্ষা।
তার পর পর্বতের মুষিক প্রসব। পর্বত কি কিছু প্রসব করতে পারে? প্রশ্ন থেকে যায়।
আমরা কিন্তু ক্ষমতার কান্ডারিদের দোষ দিই না, যারা 'স্বৈরাচার' মুক্ত বাংলাদেশ গড়তে একসাথে আন্দোলন করেছেন। আবার তার সাথে আঁতাত করেছেন। আঁতাতে দোষ নেই, কেবল কাছে না পাইলে দোষ!
(দ্রষ্টব্য: নূর হোসেন, ডা. মিলন, জিহাদ- আমাদের ক্ষমা করো না। কারণ আমরা জেনে শুনে বইদমাইশি করতাছি।আমরা ক্ষমতার কারবারি। মানূষ পুড়ুক, গুলি চলুক,আর মিছিলে গাড়ি উঠুক- ব্যাপার না। চাই ক্ষমতা । )
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
মোরতাজা বলেছেন: হুমমম
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানূষ এমুন ক্যান, আপার লগে থাকলে সব ঠিক, ম্যাডামের লগে গেলে জঙ্গি-রাজাকার। মানসিক দৈন্য কবে ঘুচবো আমগো- আমরা কবে নিজের দিকে তাকায়া কতা কমু।! অপেক্ষা। অপেক্ষা। অপেক্ষা।
তার পর পর্বতের মুষিক প্রসব। প্রর্বত কি কিছু প্রসব করতে পারে? প্রশ্ন থেকে যায়।
আমরা কিন্তু ক্ষমতার কান্ডারদিরে দোষ দিই না, যারা 'স্বৈরাচার' মুক্ত বাংলাদেশ গড়তে একসাথে আন্দোলন করেছেন। আবার তার সাথে আঁতাত করেছেন। আঁতাতে দোষ নেই, কেবল কাছে না পাইলে দোষ!
+++++++++
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
মোরতাজা বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
পোয়েট ট্রি বলেছেন: “...কারণ আমরা জেনে শুনে বইদমাইশি করতাছি।আমরা ক্ষমতার কারবারি। মানূষ পুড়ুক, গুলি চলুক,আর মিছিলে গাড়ি উঠুক- ব্যাপার না। চাই ক্ষমতা ।”