নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

সিরাজ উদ দৌলারা ক্যান জীবন দিয়ে গেছেন

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭



তাহলে কি গুপ্ত- প্রকাশ্য হামলা-সঙ্ঘাত আরো বাড়বে? অনিবার্যভাবে আমাদের জীবন-নিরাপত্তা আরো বেশি ঝুঁকিতে পড়বে?



আর কত ঝুঁকিতে পড়লে সমঝোতা হবে। আমরা সব ভুলে এগিয়ে সামনে যাবো!



কার কাছে প্রশ্নটা করবো, কে দেবে জবাব। ক্ষমতা তুমি আমাদের ক্ষমা করো। আমরা শান্তি চাই। নিরাপত্তা চাই। ন্যায় বিচার চাই।





সুজাতা আসেন, নিশা আসেন, তারনকো আছেন এবং ওয়ারসিয়া আসছেন। এ সবে কি সমাধান?



তাহলে ক্যান পড়ানো হয় বিদ্যালয়ে- বৃটিশরা আমাদের নিপীড়ন করেছে। সিরাজ উদ দৌলারা ক্যান জীবন দিয়ে গেছেন। তিতুমীরদের কাছ থেকে আমাদের শিক্ষা কি?



পাগলা টিপু, শরীয়তুল্লাহ, প্রীতিলতা, সূর্যসেন কিম্বা আরো যারা জীবন দিলেন- তাদের আত্মার সাথে আমাদের এই মশকরার মানে কি। বুঝতেছি না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

হেডস্যার বলেছেন:
হক কথা।
ইচ্ছা করে মইরা যাই।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মোরতাজা বলেছেন: হুমমম

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানে আর কি!!!

তাদেরকে বোকা ভেবে আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে, চেতনার নামে ক্ষমতার বানিজ্য করে, সুবিধাবাদীর দলে নাম লিকিয়ে তেলাপোকার মতো বেঁচে থাকা!!!!

ভাবতেও কষ্ট হয়! কিছু করতে না পারার যন্ত্রনা কুড়ে কুড়ে খায়!!!!!!!!!!!!!!

হায় ক্ষমতা! হায় সম্পদ! হায় লোভ!!!

ইতিহাসের আস্তাকুড়ে ঘৃনার সাথেই উচ্চারিত হয় ঐ সময়ের চালাক, লোভী, সুবিধাবাদী, রাজাকার, বৈঈমান, দেশদ্রোহীদের নাম!!!

আর যারা ঐ পথে চলে তারাও ইতিহাসে ঐ ঘৃনার পথেই থাকবে বৈকি!!

জেগে উঠুক ঘুমন্ত পাগলা টিপু, শরীয়তুল্লাহ, তিতুমীর, সিরাজ, ভাসানীরা।।

আসুক নতুন ভোর। আত্মমর্যাদা আর আত্ম পরিচয়ের সোনালী আলো লয়ে..

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

মোরতাজা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.