নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্ময় বাবু আমাগো কেলাসে পড়াইতো - বৃটিশরা আমাগো লাউ আমাগো কাছে চারগুণ দামে বেইচতো।এ জইন্য আমরা ক্ষেপেছি। তারপর তাদের তাড়াইছি। আমরা পড়তাছি, লিখতাছি খাতায়। পাস কইরা বাইর হইয়া গেছি। কিন্তু সেই ব্রিটিশরা এখন নতুন আদলে।
আগে পুরা ইনডিয়া, যারে কয় সাব কন্টিনেন্ট লইয়া তাগো মাথা ব্যাতা করতো। এখন খালি বাংলাদেশ লইয়া।
এই দেশের গণতন্ত্র লাগবো, সুশাসন লাগবো- এ রকম আরো অনেক কিছু। কিন্তু সব কিছুর চূড়ান্ত বিচারে দাঁড়ায়- কাগুর এরশাদ নাকি বালা আছিলো। আইজকা সক্কাল বেলা যে রিকশায় গুলশান আইসলাম সেই রিকশাঅলা কয় দুই নেত্রী 'ঘাড়তেড়া'।
কাকুই বালা আছিলো। আমারে আবার জিগায় তুমার কি মনে লয়। আমি চুপ। লা জওয়াব।
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
মোরতাজা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
রুপম হাছান বলেছেন: দারুন লাগলো লেখাটি।