নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

এ ভাবে কি কেউ চলে যায়?

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩





২২ বছর আগের এক সকাল। কুয়াশা মোড়ানো। উঠোনে চিতই পিঠা খাচ্ছিলাম -নারকেল-মিঠাই মেখে। হঠাৎ শোরগোল। ছুটে এলাম ঘরে। তাকে ঘিরে অনেকেই বসে আছেন। আব্বা, ফুপু,চাচা, এবং আরো অনেকে। এখন তার বিদায় বেলা।



অনেকটা অসহায়ত্ব নিয়ে তাঁকে দেখছি। তার বুকের ভেতর ওম খুঁজে নিয়ে আমি তখন সাড়ে ১০ বছরের শিশু! ষষ্ঠ শ্রেণীতে পড়ছি। বার্ষিক পরীক্ষা চলমান।



সবার দিকে তাকালেন- একনজর। তারপর চোখ বন্ধ করে ফেললেন। সেই চোখ আর খুললো না। কান্না-কষ্টে সবাই অস্থির। আমি কাঁদতে পারছি না। অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছি- এভাবে কি কেউ চলে যায়? জানি না।



দোচালা খড়ের ঘরটায় আমার জন্ম- সেইঘর এখন অতীত। সেখানে কুপির আলোয় এক সন্ধ্যায় আমার জন্ম। পরম মমতায় তিনি আমাকে বুকে জড়িয়ে নিলেন। তারপর তার ভালোবাসায় জড়িয়ে রেখেছিলেন আমাকে - সারা জীবন।



আজ তার মৃত্যুবার্ষিকী । তিনি আমার দাদী। আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এখনো আমি কোনো সেরা নারীর কথা মনে করলে তার মুখটা প্রথম চোখে ভাসে।



এক অসাধারণ তার ভালোবাসা- কখনো কোনো এক মুহুর্তের জন্য তাকে ভোলা যায় না। ভুলতে চাই না। তিনি যেখানে আছেন, ভালো থাকুন। আল্লাহ তাকে জান্নাত দিন- আমীন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

টুনা বলেছেন: সবার ভাগ্যে দাদা-দাদীর স্নেহ ভালবাসা থাকেনা। আমার ভাগ্যে ছিল। আমি সেটা বুঝি। সবার দাদা-দাদী যেখানে আছেন, ভালো থাকুন। আল্লাহ্‌ তাদেরকে জান্নাত দিন- আমীন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মোরতাজা বলেছেন: আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.