নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাংস পিপাসু মানুষের লোভাতুর চোখ
কত রাত অপেক্ষায় কেটে যায়
কুপির আলোয় তোমার মুখটা দেখিনা-
কতদিন বলো এভাবে, আর কতদিন-
হাকালুকির বিকাল-বালিহাসগুলো উড়ে যায়, শঙ্কায় নেমে আসে
বুলেট বিদ্ধ হবার শঙ্কা, মাংস পিপাসু মানুষের লোভাতুর চোখ
গুলি শব্দ-
কী এক বিভৎস বিকাল, তোমাকে ভালোবাসি-
বলতে চেয়েও বলা হয় না, গলাটা ধরে আসে... অশান্তির আগুনে পুড়তে থাকে সকাল দুপুর, বিকাল, সন্ধ্যা এবং রাত
রাতের পর রাত দুঃশ্চিন্তা।
মৃত মানুষের মুখ, দগ্ধ জনের আহাজারি
বারুদের গন্ধ, গ্রেনেড-কাদুঁনে গ্যাসের আঁধারি খেলা
গাড়ি করে ছুটে চলা নিরাপত্তা রক্ষীর ট্রিগারে হাত রাখা বন্দুক!
কত দিন আর অপেক্ষা- বলো, আর কতদিন।
কবে সময় হবে- তুমি আমি আমরা ছুটে যাবো সাগরে
সেন্টমার্টিনের সেই উষ্ণরাত, পা ডুবিয়ে বসে থাকা পুরোটা বিকাল
শ্রীমঙ্গলের জঙ্গলে শেয়ালের ডাক সাথে গুটগুটে অন্ধকারে তোমার সবুজ শাড়ি
রিছংয়ের পথে পথে ছড়ানোর মদির সুবাসিত ফুলের ঘ্রাণ,
ঝর্ণার টানা সুর লহরি, পশ্চিমে হেলে পড়া সূর্যের আলোয় তুমি
কত দিন ... অপেক্ষা। অপেক্ষা।
অপেক্ষা আর ফুরোয় না কেন!
আমাকে বলতে দাও,
আমাকে ঘুরতে দাও,
আমাকে ছুটতে দাও
নিশ্চিন্তে থাকতে দাও আমাকে! আমাদের।।
©somewhere in net ltd.