নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কত রঙ্গের রসিক তুমি,
কত খেলা জানো,
নিজে নিজে ঘর বানাইয়া, নিজে তুমি ভাঙো'।
ছোট বেলায় আমার বন্ধু ফারুক গানটা শোনাতো। হঠাৎ করে মনে পড়লো। বাংলাদেশের রাজনীতির সাথে এটার এত্ত মিল ক্যান?
সেই বন্ধু এখন বিদেশ। রেমিটেন্স পাঠায়। দ্যাশে থাকা বাবা মায়ের জন্য দুঃশ্চিন্তা করে।
জানতে চায়- দুঃসহ দুঃসময়ের অবসান কবে হবে। আমি বলি ফেসবুক পড়- দলান্ধ সম্বাদিকদের আদেশ উপদেশ এবং বক্তব্য শোন সব উধাও হইয়া যাইবো।
©somewhere in net ltd.