নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

অপঘাত মৃত্যু মুক্ত হোক ২০১৪ এবং তারপরের প্রতিটি বছর

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

সাভারের অধর চন্দ্র স্কুলের মাঠ, ফুলে ওঠা লাশ সনাক্ত করলে লম্বা লাইন। 'কিচ্ছু চাই না- কেবল লাশটা চাই।' লাশ। লাশের জন্য এত হাহাকার আর দেখিনি কখনো।



বাসে আগুন, মানুষের মাংস পোড়ানো গন্ধ- আহাজারিতে ভারি বার্ণ উইনিট। এমন স্বদেশ আমরা চাইনি কখনো।



তবুও ফিরে ফিরে আসে আমাদের ওপর ভোট-ভাত-গণতন্ত্রু- মানবাধিকারের নামে নিপীড়ন। পেশি বহুল প্রিয় (!)রাজনীতিকরা, দয়া করুন- আমরা আম জনতা আর সইতে পারছি না।



অপঘাত মৃত্যু মুক্ত হোক ২০১৪ এবং তারপরের প্রতিটি বছর।

নতুন বছরের পথ চলা হোক আনন্দময়-নিরাপদ।



শুভ নববর্ষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.