নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন সাংবাদ মাধ্যম তো দু:স্প্ন। লুটেরারা মিডিয়ার মালিক। তাই এটি প্রত্যাশা করাটাও বিলাসিতা। এটাই স্বাভাবিক বলে আমরা গরিব মানুষ ধরে নিয়েছি। মিডিয়া ও পুলিশের অনেক ক্ষমতা। কলম ও বন্দুক থেকে খসাতে অনুমোদন লাগে না। মন চাইলে যাচ্ছে তাই।
কিন্তু স্বাধীন সাংবাদিকতায় তো বাধা নেই। ছিলওনা। তবে আমরা যারা বিবেক বন্ধক রেখে সাংবাদিকতা করি তা বন্ধ হবে কবে ? দলান্ধ-দলকানারা কবে গণমাধ্যম থেকে বিদায় নিবেন?
সাংবাদিক নামের কিছু জুয়াড়ি, লুটেরা, অথর্ব, চাটুকার সঙ্ঘ- দুইখান বিবৃতি দিছে। দুই পক্ষই দলীয় আনুগত্যের ভিত্তিতে। ম্যাডাম এবং আপাকে খুশি করার জন্য।
বলি, দেশের নির্বাচন নিয়া নির্মোহ রিপোর্ট করেন। ওই সব বিবৃতি দিয়া এই সেই বোর্ডের মেম্বার, পর্ষদ সদস্য, প্রেস মিনিস্টার হওয়ার ধান্ধা আর প্লট লুটে অংশ নিয়েন না।
পোষাইলে সাংবাদিকতা করেন, নইলে যোগ্যতা অনুযায়ী ব্যবসা করেন। তাও না পারলে কৃষি কাজ করেন। দেশও বাঁচে। আপনিও।
এতে জাতির উপকার না হলেও ক্ষতি হবে না। নিরীহ মানুষ হয়রানির শিকার হবেন না। যারে তারে চোর-ভালো মানুষ হতে হবে না।
©somewhere in net ltd.