নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'গণতন্ত্র', 'সংসদ', 'সংবিধান' এবং 'নির্বাচন' নিয়ে ৪২ বছর বয়সী যে দেশটির মানুষ দ্বিধা বিভক্ত। যে দেশে জামায়াত শিবিরের গুটি কতক মানুষের ভয়ে আওয়ামী লীগের মত একটা 'জনপ্রিয়' দল এক তরফা 'নির্বাচন' নামের একটা জুয়াখেলাকে নিজেদের জন্য ফরজ করে নিয়েছে। সে দেশেও আমাদের আশা আছে!
কারণ এ দেশটা এখন নতুন প্রজন্মের হাতে যাচ্ছে, ধীর লয়ে। যখন পুরোপুরি দ্বৈত নাগরিক ও দ্বৈত আদর্শের লোকরা রাজনীতি থেকে অবসরে যাবেন কিম্বা বয়সের কাছে হার মানতে বাধ্য হবেন- তখন নতুন, ভালো এবং উদার কিছু আশা করা সম্ভব।
২৩ বছর পর বেগম খালেদা জিয়ার গাড়ি থেকে পতাকা নেমে গেছে। এতে কষ্টের কিছু নাই। আশাহত হওয়ারও কোনো কারণ দেখিনা। মানুষের পোড়া মাংসের গন্ধ, বারুদে দীর্ণ হয়ে যাওয়া খেটে খাওয়া শরীর কিম্বা রাতের আঁধারে-দিনের আলোতে ইজ্জত হারা নারীর কাছে এই 'গণতন্ত্র' ও 'সংবিধান' রক্ষার 'নির্বাচনে'র কোনো মূল্য নাই। এ রকম নির্বাচনে অংশ নিয়ে নিজের জন্য সরকারি গাড়ি, বাড়ি আর পতাকা বরাদ্দ না নিয়ে ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছেন বেগম থালেদা জিয়া। অর্জন করেছেন মানুষের ভালোবাসা।
বাংলাদেশের সৃষ্টির সাথে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়া সরাসরি জড়িত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়া ছিলেন আপসহীন। মানুষ মনে রেখেছে। রাজনীতি মানে কেবলই ক্রমাগত বল প্রয়োগ কিম্বা মানুষ হত্যা নয়। অনেকে বলবেন প্রধানমন্ত্রী বেগম জিয়াকে অভিযুক্ত করছেন। এ রকম অভিযুক্ত অনেকেই হযেছে। এথেন্সে সক্রেটিসকেও অভিযুক্ত করে হত্যা করা হয়েছিল। কিন্তু সত্য টিকে গেছে।
জামায়াত বিএনপির সাথে আন্দোলনে আছে। আগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে ছিল। যে সময় সরকারি অফিসগামি কর্মীকে রাস্তায় ন্যাংটা করা হয়েছে সে সময় আওয়ামী লীগ-জামায়াত সখ্য দেখেছে মানুষ।
এখন যেহেতু জামায়াত বিএনপির সাথে, তাই এটাকে অপরাধ বিবেচনা করা হচ্ছে- কারণ জামায়াত আওয়ামী লীগের সাথে নেই। আওয়ামীলীগের সাথে থাকলে আমরা সবাই চুপ করে থাকাটা কর্তব্যমনে করতাম। যে রকম হাসিনার এরশাদ প্রাপ্তিকে জ্ঞান করি।
আওয়ামী লীগ এত জামায়াত বিরোধি মনোভাব দেখায় তো তারা জামায়াতকে নিষিদ্ধ করছে না কেনো? উত্তর একটাই তাইলে যুদ্ধাপরাধী আর স্বাধীনতা বিরোধি তাবিজের বিক্রি বন্ধ হয়ে যাবে। তবে এইবার নাকি নিষিদ্ধ করবে!
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
মোরতাজা বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
েফরারী এই মনটা আমার বলেছেন: সাম্প্রতিক কালে ঘটে যাচ্ছে এমন সব ঘটনা যাতে আমরা দেশ ও জাতির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারছি না।সবারই একটি প্রশ্ন কি হতে যাচ্ছে ?
আমরা সকলেই জানি যে,আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না,আদর্শে জন্য করে না।সবাই নিজের জন্যেই রাজনীতি করে ।তাই এই সব পলিটিসিয়ানদের তেনা পেচানো বাদ দিয়া আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে তাশরীফ মুবারক উপলক্ষে ঈদ বা খুশি প্রকাশ করি।
অর্থাৎ যেদিন মহাসম্মানিত, মহামর্যাদাবান, সুমহান, অশেষ বরকতময় ও বেমেছাল ফযীলতপূর্ণ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ,সেদিন পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ' আর সেদিনই হচ্ছেন প্রত্যেক ইমানদারদের সবচেয়ে সেরা খুশীর দিন । যা এই বছর মাত্র ২দিন বাকি।
Click This Link
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
মোরতাজা বলেছেন: শিউর।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
আল মামুনুর রশিদ বলেছেন: ভাই খুব ভালো লিখা
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
মোরতাজা বলেছেন: ধন্যবাদ, ভাই।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
মেঘযাত্রা বলেছেন: লেখাটি যুক্তিপূর্ণ, বেগম জিয়াকে আপসহীন হিসেবে জানত সমগ্র পৃথিবী কিন্তু তিনি যে প্রকৃত সিদ্ধান্তে অত্যন্ত বিচক্ষণ তা নতুন করে জানল সবাই ।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
মোরতাজা বলেছেন: সহমত
৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
HHH বলেছেন: বেগম জিয়া পতাকার জন্য রাজনীতি করেন না। উনি এমন সময় থেকে মানুষের জন্য সংগ্রাম করেছেন যখন উনার পতাকা তো দূরে থাক, নিজের গাড়িও ছিলনা। পায়ে হেঁটে, ট্রেইনে করে, বাসে চরে, রিক্সায় চরে মানুষের কাছে থেকে কাছে ঘুড়ে বেড়িয়েছেন। মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন।
উনার হাত ধরেই গণতন্ত্রের পথচলা শুরু হয়েছে বাংলাদেশে। হয়তো এখন একটু হোচট খেয়ে পরেছে। ইনশাল্লাহ উনার হাত ধরেই গণতন্ত্র আবার সোজা হয়ে দাঁড়াবে।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
মোরতাজা বলেছেন: আমরা আশাহত হবোনা, ইনশাল্লাহ
৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬
মিতক্ষরা বলেছেন: "জামায়াত বিএনপির সাথে আন্দোলনে আছে। "
পুরো বাংলাদেশই আন্দোলন করছে। টিভিতে মান্নাকে বেশ প্রতিবাদী দেখলাম। এটা কি আন্দোলন নয়?
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
একজন ঘূণপোকা বলেছেন: অভিনন্দন, বেগম খালেদা জিয়া!
আপনার লেখার হাত ভাল