নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিংসার আগুনে পুড়ে গেছে স্বপ্ন গুলো
কেমন ছিলে- কেমন আছো!
ভালো থাকার কথা ছিল, ভালো আছি বলতে চেয়েছি
পারিনি-
কতগুলো দিন এভাবে চলে গেছে!
হিংসার আগুনে পুড়ে গেছে স্বপ্ন গুলো
আক্রান্ত-নিপীড়িত-নিষ্পেষিত আমি- আমরা যাইনি কোথাও, তবু
তোমার কাছেও না,
মানুষ কি হারে? পরাজিত হয়?
হয় না বন্ধু
হাল ছেড়ো না- কণ্ঠ ছাড়ো!
অনন্ত আগামী তোমার অপেক্ষায়!
কণ্ঠ ছাড়ো-
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
মোরতাজা বলেছেন: তবে তাই হোক।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
বর্ষণ মাহি বলেছেন: হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে ....
আশা করব ছাই চাপা আগুন থেকে দাবানল জ্বলে উঠবে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
মোরতাজা বলেছেন: আশা করব ছাই চাপা আগুন থেকে দাবানল জ্বলে উঠবে ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
বর্ষণ মাহি বলেছেন: হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে ....
আশা করব ছাই চাপা আগুন থেকে দাবানল জ্বলে উঠবে ।