নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো নিয়ে 'বার-বি-কিউ' শব্দটা বেশ ব্যবহৃত হচ্ছে ২০১৩ সালের শেষ দিক থেকে-এখন পর্যন্ত। কিছুক্ষন আগেও একটি সংবাদ মাধ্যমের কমেন্ট সেকশনে এ শব্দটির প্রয়োগ দেখলাম।
এমনকি সংবাদকর্মীরাও ফেসবুক, ব্লগ ও সংবাদে এ শব্দটি ব্যবহার করছেন। আমার ধারণা এটা না জেনেই করা হচ্ছে। কোনো সুস্থ চিন্তার মানুষ এ শব্দটা ব্যবহার করতে পারেন না।
বার-বি-কিউ ব্যাপারটা আনন্দের, কখনো কখনো বুনো আনন্দের। পর্যটনের সাথে এর বেশ খাতির। সেখানে ক্ষমতার নামে রাজনীতির গোলক ধাঁধায় মানুষ পোড়ানোকে ক্যান জানি বার-বি-কিউ হিসাবে অনেকেই বলতে মজা পাচ্ছেন!
এটা কি কোনো আনন্দ-উৎসব! যার জন্য এ শব্দের ব্যবহার!
যার পোড়ে সে বোঝে! তারা রাজনীাতির নামে ক্ষমতার নগ্ন পায়ে চুমা খায়-চাটে ; তাই তাদের কাছে মানুষ পোড়ানো উৎসব উৎসব লাগে।
ফরিদ মিয়ারা পুড়ে মরে, লিটনদের চোখের পানি- প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তায় মগ্ন আমরা!! কী নগ্ন-নোংরা আমাদের মন।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩
মোরতাজা বলেছেন: সহমত
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
ডরোথী সুমী বলেছেন: আমিও সহমত পোষণ করছি। শব্দ বা বাক্য ব্যবহারে আমাদের অনেক সচেতন হওয়া উচিৎ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
নতুন বলেছেন: আপনি পয`টনের সাথে যুক্ত আছেন তাই দেশের ইমেজের কখা ভাবেন... যাতে পয`টনের ক্ষতি না হয়..
কিন্তু যেই সব অমানুষেরা নেতাগিরি করে তারা কি আর দেশর কথা ভাবে? তাদের চিন্তা কিভাবে ক্ষমাতায় যাওয়া যায়...
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
মোরতাজা বলেছেন: হুমমমম
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
জনাব মাহাবুব বলেছেন: ফরিদ মিয়ারা পুড়ে মরে, লিটনদের চোখের পানি- প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তায় মগ্ন আমরা!! কী নগ্ন-নোংরা আমাদের মন।
পানির চেয়ে এখন রক্ত সস্তা হয়ে গেছে, পশুর চেয়ে মানুষের মূল্য কম। মানবিক মূল্যবোধ দ্রুত লোপ পাচ্ছে।