নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

খাল খনন, খাল কেটে কুমির এবং একজন জিয়াউর রহমান

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

খাল কেটে কুমির আনার প্রবাদ-প্রবচন এই বাংলয় পুরনো। কিন্তু দেশের স্বার্থে, সব নাগরিকের সম-অধিকার নিশ্চিতের জন্য কেউ কেউ কাজটি করেছেন, জীবন দিয়েছেন এবং সামনেও দিবেন, তবুও শান্তিময় একটি দেশ গঠনে-দেশ প্রেমে উদ্বুদ্ধ মানুষেরা এগিয়ে আসবেন, এটাই স্বাভাবিক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ। খাল ও নদী খনন তার অন্যতম প্রাধান কর্মসূচী ছিল। তিনি কৃষি প্রধান এই দেশে কৃষকদের জন্য সেচ ও সময়মত পানি প্রবাহ ঠিক রাখার জন্য কাজটি করেছিলেন, এখন যেটি করার জন্য ভূগর্ভস্থ পানি তোলা হয় এবং সে জন্য পোড়া হয় বিদ্যুৎ এবং সময় মত(!) বিদ্যৎ দেবার নামে করে কুইক রেন্টাল বসানো এবং যার নামে চলে দায়মুক্তির সনদে কুইক হরিলুট।

বলছি জিয়ার কথা। দু:খী বাংলাদেশেদের জন্য এক অনন্য প্রতিভা হয়ে ধরা পড়া একজন মানুষ। যিনি উর্দি বদলে গণমানুষের হিসাবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন, এ দেশের মানুষের জন্য শান্তি নিশ্চিত করার চেষ্টা করছিলেন অবিরাম।

তিরিশটিরো বেশি সোনা অভ্যুত্থান ঠেকিয়ে বেঁচে ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। হবেও বা ক্যামনে? আমরা তো এখন দালালির রক্ত মুক্ত হতে পারিনি, লোভ এবং গোলামি আমাদের পছন্দ। তবে হবে নিশ্চয়। জিয়ার রক্ত বৃথা যেতে যারে না। যাবেওনা, জয় হোক শান্তির।

জন্মদিনে তাকে শ্রদ্ধা এবং তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশগড়ায় সংগ্রামে আত্মনিয়োগ করাটাই আমাদের প্রধান কাজ, সে জন্য পরিবেশ-পরিস্থিতি যত বিপরীতেই থাক না ক্যানো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

কলাবাগান১ বলেছেন: খাল কেটে জামাতকে এনেছিলেন তিনি.......।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ রক্ষা হয়নি। হবেও বা ক্যামনে? আমরা তো এখন দালালির রক্ত মুক্ত হতে পারিনি, লোভ এবং গোলামি আমাদের পছন্দ। তবে হবে নিশ্চয়। জিয়ার রক্ত বৃথা যেতে যারে না। যাবেওনা, জয় হোক শান্তির।

জন্মদিনে তাকে শ্রদ্ধা এবং তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশগড়ায় সংগ্রামে আত্মনিয়োগ করাটাই আমাদের প্রধান কাজ, সে জন্য পরিবেশ-পরিস্থিতি যত বিপরীতেই থাক না ক্যানো।

এই দেশের খেয়ে পরে দালালেরা দাদাদের ধূতি ধরে বসে থাকে! ছি:

তাদের জন্য এক সাগর ঘৃণা!!!

শহীদ জিয়ার অনুকম্পায়-বহুদলীয় গণতন্ত্রের রশি ধরে যে হাসিনা রাজনীতিতে পুর্নবাসিত হতে পেরেছিলেন-সেই আজ বিএনপিকে নির্মুলের স্বপ্নে স্বৈরাচারের আলখেল্লা গায় দিয়েছে!!!

জিয়ার শাহাদাতে পর আবার তাকেই নাকি বর্ডারে পলায়নে উদৌগী দেখেছে মানুষ!!!

হায়! ৫% সমর্থন নিয়ে তাদের, তাদের সমর্থকদের উল্লাস আর কু-যুক্তি দেখে ভাবি-মিরজাফরও লজ্জায় আত্মহথ্যা করত-তাদের এই রুপ দেখে!!!!!

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.