নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলমান সময় তোমাকে উদ্বিগ্ন করতেই পারে
কুয়াশা ভেজা পা
শীতের সকাল- রোদ ওঠেনি এখনো
মেঠো পথ ধরে কে যেনো হেঁটে গেছেৎ
রেখে গেছে পদচিহ্ন
ভয় পাবার কারণ নেই- 'ভূত' বলে কিচ্ছু নাই
অঘটন ঘটিয়ে ফেলোনা ভয়ে- সামনে হাঁটো, রোদ উঠবেই
ভয় পেতে নেই বন্ধু- আমাদের অপেক্ষায় আনন্দময় আগামী
চলমান সময় তোমাকে উদ্বিগ্ন করতেই পারে
তাই বলে নতুন ভোরের অপেক্ষা-
বৃথা নয়
সোনালী অতীতের কথাটাও মনে করো-
কিচ্ছু না হোক- ভালো লাগবে, ভাবলে
দিন আসবেই- আলোর দিন -আনন্দের দিন!!
©somewhere in net ltd.