নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

চুপচাপ থাকি-নইলে লাশ পাওয়া যাবে তোমার- আমারো

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

চুপচাপ থাকি-নইলে লাশ পাওয়া যাবে তোমার- আমারো



লাশ পাওয়া যাচ্ছে-মাথা থেতলানো লাশ।গুলিতে দীর্ণ

এত লাশের ভার বইবে ক্যামনে বাংলাদেশ

পারবে- রানাপ্লাজায় তো দেড় হাজার গেছে

অবরোধ, হরতালে গেছে আরো শ কয়েক

সেখানে এখন দু'চাইরটা কইরা যাইবে তাতে কি!

চুপচাপ থাকেন,

চুপচাপ থাকি-নইলে লাশ পাওয়া যাবে তোমার- আমারো

বেওয়ারিশ লাশ।

রাস্তা ঘাটে, ডোবায় নালায়।

ময়না তদন্ত হবে লাশের।

তার পর ইতিহাস, অজানাই থেকে যাবে সব

এত বনি আদম, এত

সেখানে কে কারে মনে রাখে।

ক্ষমতার স্বাদ পেলে সবই ভুলে যাবো আমরা

ভুলে যাবো, কথা দিচ্ছি মনে রাখবো না কিছু।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: ক্ষমতা অত্যান্ত সু-স্বাদু একটা পদার্থ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

মোরতাজা বলেছেন: :P

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

লন্ডন থেকে বলেছেন: ভালো তো

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

মোরতাজা বলেছেন: :)

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

উদাস কিশোর বলেছেন: আফসোস !
আমাদের জাতীর জন্য

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

মোরতাজা বলেছেন: :(

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাশ পাওয়া যাচ্ছে-মাথা থেতলানো লাশ।গুলিতে দীর্ণ
এত লাশের ভার বইবে ক্যামনে বাংলাদেশ
পারবে- রানাপ্লাজায় তো দেড় হাজার গেছে
অবরোধ, হরতালে গেছে আরো শ কয়েক
সেখানে এখন দু'চাইরটা কইরা যাইবে তাতে কি!
চুপচাপ থাকেন,

আহ! কি বুক চাপা কষ্ট জনতার। কথা বলাতেও যেন আতংক! ৭২-৭৫ নাকি এমনই ছিল! আতংকের - মুক্তির আলো ফোটার আগ পর্যন্ত!!!!!!!

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

মোরতাজা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.