নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুদের পঠন, পাঠন এবং শ্রবণ উপযোগি ভালো ছড়া, কবিতা কি আছে? ভূত, প্রেত, ব্যাঙ, বিয়ে এই সব নিয়ে যত্তসব ছড়া গান। গত কয়েক দিন ধরে ইউটিউবে ঢুকছি, পুত্রের জন্য ছড়া গানের খোঁজে, কিন্তু ভালো কিছু খুবই কম চোখে পড়লো।
কম বলতে একেবারেই তলানিতে। ইংরেজিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছড়াগান আছে, কিন্তু বাংলায় এক্কেবারেই গরিব হাল। পড়াশোনা, আবিষ্কার, শিষ্টাচার, রূপকথা, খেলাধূলার বদলে ছড়া গানে স্থান পেয়েছে বিয়ে, বউ, বরযাত্রা এবং আজগুবি সব কথাবার্তা।
এ সব নিয়ে বেশ কয়েকটা ছড়া গান দেখছিলাম, ভাবছিলাম ভাগ্য ভালো বাসর, বাচ্চা উৎপাদন এবং পীরিত-ডায়ালগ বিষয়ক শিশু ছড়া নাই। থাকলেও অবাক হতাম না, কারণ কর্পোরেট হাউসের তো শিশুদের জন্য বিনিয়োগের ইচ্ছা নাই, সাহিত্যিকরাও তাদের জন্য লিখতে চান না।
যারা ইসলাম-মুসলিম সংস্কৃতি বলে গলা ফাটান এবং হাতি ঘোড়া মারেন, তাদের অবস্থা আরো বেশি গরিবি, শিশুদের জন্য তৈরি করা অল্প কয়টা বাংলা ইসলামিক কার্টুনে যে রকম শব্দের ব্যবহার করা হয়েছে, তা বোঝার জন্য ডিকশনারি লাগবো।
আর বাক্যের বহর এতই লম্বা যে মনে হচ্ছে, আগের যামানার ইত্তেফাকের পোস্ট এডিটরিয়াল।
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
মোরতাজা বলেছেন: সুশিক্ষা চাইবেন, কিছু করবেন না, ক্যামনে অয়!
২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
সোহানী বলেছেন: লেখক বলেছেন: সুশিক্ষা চাইবেন, কিছু করবেন না, ক্যামনে অয়! !!!!
আপনি শুরু করেন অবশ্যই আপনার পাশে থাকবো ইনশাল্লাহ্ ..........
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
মোরতাজা বলেছেন: ইনশা আল্লাহ
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
বোধহীন স্বপ্ন বলেছেন: কিছুই করার নাই। ছোটবেলায় পড়া আদর্শলীপি টাইপের বইগুলারও বেহাল দশা।