নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

'দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন'

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

‌পরাজিত নই নারী'- চল্লিশে ‌' সোনালী কাবিন'



'আত্মবিক্রয়ের স্বর্ন কোনোকালে সঞ্চয় করিনি

আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;

ভালবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,

ছলনা জানিনা বলে আর কোনো ব্যাবসা শিখিনি

দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন

আমারতো নেই শখি, যেই পণ্যে অলংকার কিনি।

বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল

পৌরষ আবৃত করে জলপাই পাতাও থাকবেনা,

তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল

জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরষ্পর হব চিরচেনা

পরাজিত নই নারী, পরাজিত হয়না কবিরা;'-



সোনালী কাবিন-১ কবিতার অংশ বিশেষ এটি।

বাংলা ভাষার অনিবার্য কবি আল মাহমুদের লেখা। ১৯৭৬ এ তার সোনালী কাবিন কবিতার বইটি বের হয়। বাংলা সাহিত্যে ভিন্ন মাত্রা যুক্ত করা সোনালী কাবিনের চল্লিশ বছরপূর্তি হচ্ছে এ বছর। অভিনন্দন কবি আল মাহমুদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

এম এ কাশেম বলেছেন: সোনালী কাবিনের কবি আল মাহমুদ
বর্তমানে বাংলাদেশের সেরা কবি।

অনেক শুভ কামনা কবিকে।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

মোরতাজা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.